০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে ইন্ডোলজিস্ট ও সংস্কৃত বিশেষজ্ঞদের সঙ্গে মোদীর সৌজন্য সাক্ষাৎ

ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৯ অক্টোবর, শুক্রবার, ইতালির রাজধানী রোমে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান উক্ত সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টগণ।

উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে, ২৯ থেকে ৩১ অক্টোবর অবধি হতে যাওয়া মোদীর তিনদিন ব্যাপী এই সফরের প্রথমদিনে মোদীকে স্বাগত জানাতে হাজির হোন ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টগণ।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে আলাপচারিতার সময় ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং যোগ ও আয়ুর্বেদের অনুশীলনে তাঁদের আগ্রহের কথা মন দিয়ে শুনেন ভারতীয় প্রধানমন্ত্রী। পরবর্তীতে ভারত ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন মোদী।

এসময়, ইতালিতে ইসকন এবং শিখ সম্প্রদায় এর প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মোদী। আলোচনাকালে ইতালিতে ভগবদ্গীতার বার্তা ছড়িয়ে দেওয়া সহ বেশ কয়েকটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় এসব সংগঠন ও সংস্থার প্রশংসা করেন মোদী। এদিন, ইতালিতে হিন্দু ইউনিয়ন-সনাতন ধর্ম সংঘ-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুসারে, প্রধানমন্ত্রী মোদী ইতালিতে ভারতীয় সংস্কৃতি প্রচারে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ইতালিতে ইন্ডোলজিস্ট ও সংস্কৃত বিশেষজ্ঞদের সঙ্গে মোদীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ০৪:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৯ অক্টোবর, শুক্রবার, ইতালির রাজধানী রোমে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান উক্ত সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টগণ।

উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে, ২৯ থেকে ৩১ অক্টোবর অবধি হতে যাওয়া মোদীর তিনদিন ব্যাপী এই সফরের প্রথমদিনে মোদীকে স্বাগত জানাতে হাজির হোন ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টগণ।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সংস্কৃত বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে আলাপচারিতার সময় ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং যোগ ও আয়ুর্বেদের অনুশীলনে তাঁদের আগ্রহের কথা মন দিয়ে শুনেন ভারতীয় প্রধানমন্ত্রী। পরবর্তীতে ভারত ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন মোদী।

এসময়, ইতালিতে ইসকন এবং শিখ সম্প্রদায় এর প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মোদী। আলোচনাকালে ইতালিতে ভগবদ্গীতার বার্তা ছড়িয়ে দেওয়া সহ বেশ কয়েকটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় এসব সংগঠন ও সংস্থার প্রশংসা করেন মোদী। এদিন, ইতালিতে হিন্দু ইউনিয়ন-সনাতন ধর্ম সংঘ-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুসারে, প্রধানমন্ত্রী মোদী ইতালিতে ভারতীয় সংস্কৃতি প্রচারে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক