ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৯ অক্টোবর, শুক্রবার, রোমে জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবারই প্রথমবারের মতো সম্মুখ আলোচনায় মিলিত হলেন দ্রাঘি ও মোদী।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনাকালে জি-২০ সম্মেলন, আফগান পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং দ্বিপাক্ষিক নানান ইস্যুতে মতবিনিময় করেন দুই নেতা। মহামারীর মাঝেও সফলভাবে জি-২০ সম্মেলন আয়োজনের পদক্ষেপ নেয়ায় ইতালীর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মোদী।
পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তন ইস্যুতেও বিস্তর আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। এসময়, উন্নত বিশ্ব কর্তৃক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি সম্পর্কেও তাগাদা দেন মোদী। এসবের পাশাপাশি আফগান ইস্যুতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেন দুজনে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে ভার্চুয়াল মাধ্যমে শীর্ষ পর্যায়ের বৈঠক করে ভারত ও ইতালী। সেখানে গৃহীত সিদ্ধান্ত সমূহ নিয়েও আলোচনা করেন মোদী ও দ্রাঘি। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুজনে। এসময়, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বয়ংচালিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।
প্রসঙ্গত, আসন্ন কোপ-২৬ শীর্ষ সম্মেলনেও যুক্তরাজ্যের সঙ্গে সহ আয়োজক হিসেবে রয়েছে ইতালী।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক