০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক ইস্যুতে আলোচনায় জি-২০ অন্যতম প্রধান মঞ্চ: মোদী

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে পৌঁছে মোদী টুইট করে সেখানকার ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে রোমে পৌঁছলাম। গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম জি-২০। আমি রোম সফরের সময়কালে অন্যান্য কর্মসূচির জন্যও অপেক্ষা করছি।”

উল্লেখ্য, রোমে দুই দিন থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সময়ে ভ্যাটিকানে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার একটি সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও এই বিষয়ে কোনও নির্দিষ্ট খবর দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে।

প্রধানমন্ত্রী মোদী ৩০ ও ৩১ অক্টোবর জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তার আগেই হয়তো ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে দেখা করতে পারেন মোদী। সরকারি তরফে যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করা হচ্ছে না।

এদিকে রোমে জি-২০ সম্মেলন শেষ হলে কোপ-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাওয়ার কথা মোদীর। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশল নির্ধারণের উপায় নিয়ে আলোচনা হবে সেই সম্মেলনে।

উভয় সম্মেলনের সময়, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে মোদীর। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করার কথা মোদীর।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

বৈশ্বিক ইস্যুতে আলোচনায় জি-২০ অন্যতম প্রধান মঞ্চ: মোদী

প্রকাশ: ০৪:৩০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে পৌঁছে মোদী টুইট করে সেখানকার ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে রোমে পৌঁছলাম। গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম জি-২০। আমি রোম সফরের সময়কালে অন্যান্য কর্মসূচির জন্যও অপেক্ষা করছি।”

উল্লেখ্য, রোমে দুই দিন থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সময়ে ভ্যাটিকানে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার একটি সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও এই বিষয়ে কোনও নির্দিষ্ট খবর দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে।

প্রধানমন্ত্রী মোদী ৩০ ও ৩১ অক্টোবর জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তার আগেই হয়তো ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে দেখা করতে পারেন মোদী। সরকারি তরফে যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করা হচ্ছে না।

এদিকে রোমে জি-২০ সম্মেলন শেষ হলে কোপ-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাওয়ার কথা মোদীর। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশল নির্ধারণের উপায় নিয়ে আলোচনা হবে সেই সম্মেলনে।

উভয় সম্মেলনের সময়, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে মোদীর। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করার কথা মোদীর।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক