শেষ হলো ভারত ও শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া ‘মিত্রশক্তি’র ৮ম সংস্করণ। ১৬ অক্টোবর, শনিবার, শ্রীলঙ্কার আমপাড়ার যুদ্ধ প্রশিক্ষণ স্কুলে ১৩ দিন ব্যাপী অনুষ্ঠিত মহড়াটির সমাপ্তি ঘটে। গত ০৪ অক্টোবর মহড়াটি শুরু হয়েছিলো।
তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মহড়াটিতে মূলত উভয় পক্ষের আন্তঃ ক্রিয়াশীলতা বৃদ্ধি করা এবং শহুরে বা আধা শহুরে বিদ্রোহ ও সন্ত্রাস দমন অভিযানে করণীয় বিষয়াদির উপর অনুশীলন করানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কাউন্টার ইনসার্জেন্সি এবং কাউন্টার টেরোরিজম পরিবেশে সাব ইউনিট স্তরে কৌশলগত অপারেশন করার পদ্ধতি শেখানো হয় মহড়াটিতে।
মহড়াটিতে লঙ্কান বাহিনীর সঙ্গে অংশ নিয়েছিলো ভারতীয় সেনাবাহিনীর ১২০ সদস্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল। এটি উভয় সেনাবাহিনীর মধ্যে পরিচালিত এ যাবতকালের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক মহড়া। মহড়াটির ফলে উভয় রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ প্রকাশ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মহড়ার চূড়ান্ত পর্ব দেখতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান চীফ অফ ডিফেন্স স্টাফ ও সেনাবাহিনীর কমান্ডার জেনারেল শভেন্দ্র সিলভাওন এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।
দু দেশের মধ্যকার সামরিক মহড়া ‘মিত্রশক্তি’র সর্বশেষ ৭ম সংস্করণ ২০১৯ সালে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ফরেন ট্রেনিং নোড (এফটিএন) -এ পরিচালনা করা হয়েছিলো।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক