ককেসাস পর্বতমালা অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৩ অক্টোবর, বুধবার, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে মতবিনিময় করেন দুই নেতা। বৈঠকের পর এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই।
জানা গিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত বৈঠকটিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি রোডম্যাপ প্রণয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। সেখানে বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক ও অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একমত হোন তাঁরা।
এর আগে আর্মেনিয়ার জাতীয় পরিষদের সভাপতি অ্যালেন সিমোনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন জয়শঙ্কর। উভয় পক্ষের অংশীদারিত্বের মাধ্যমে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র তৈরীর বিষয়ে কথা বলেন তাঁরা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গিয়েছে, দায়িত্ব নেয়ার পর এবারই প্রথমবারের মতো আর্মেনিয়া সফর করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সফরের ফলে উভয় রাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, কিরগিজস্তান এবং কাজাখস্তান ভ্রমণের পর এবার দুদিনের সফরে আর্মেনিয়ায় অবস্থান করছেন জয়শঙ্কর। আজই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক