পাঁচদিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটিতে অবস্থানকালে লঙ্কান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সামরিক এবং বেসামরিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন নারভানে। সেখানে দু দেশের মধ্যকার সামরিক ও কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, ভারতীয় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দ্বীপরাষ্ট্রটি সফরে যাচ্ছেন জেনারেল নারভানে। এসময়, দেশটির সেনা সদর দপ্তর, গাজাবা রেজিমেন্টাল সদর দপ্তর, এবং লঙ্কান সামরিক একাডেমি পরিদর্শন করবেন তিনি।
সফরের মাঝেই ভারত ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে চলমান যৌথ মহড়া ‘মিত্রশক্তি’র চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন তিনি। পরবর্তীতে বাটালান্ডার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষার্থী ও স্টাফদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নারভানে।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক