পারস্পরিক ভ্রমণ বিধিনিষেধ সহজ করতে সম্মত হয়েছে ভারত ও যুক্তরাজ্য। ০৮ অক্টোবর, শুক্রবার,যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাসের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই ভ্রমণ বিধিনিষেধ শিথিলে রাজি হয় দু পক্ষ।
এর আগে আগামী ১১ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভ্রমণরত ভারতীয়দের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে না বলে ঘোষণা দেয় বরিস জনসনের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার। এর মাত্র একদিন পরই এমন সমঝোতায় পৌছালো ভারত ও ব্রিটেন।
গত ০৭ অক্টোবর, যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ভারত সহ প্রায় ৩৭ টি দেশের নাগরিকদের মধ্যে যারা করোনা টিকার দুই ডোজই গ্রহণ করেছেন, তাদেরকে আগামী ১১ অক্টোবর ভোর ০৪ টা থেকে পরবর্তী সময় গুলোতে যুক্তরাজ্য ভ্রমণে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবেনা। এই তালিকায় টিকা গ্রহণকারী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, হংকং, তুরস্ক, ব্রাজিল এবং ঘানার নাগরিকেরাও রয়েছেন।
ইতোপূর্বে, ভারতের তৈরীকৃত করোনা ভ্যাকসিন কোভিশিল্ডকে স্বীকৃতি দেয় বরিস জনসন সরকার। কিন্তু ভারতীয়দের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রহিত না করায় পালটা ব্যবস্থা হিসেবে যুক্তরাজ্যের নাগরিকদের ভারত ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে নরেন্দ্র মোদী সরকার। সে সময় ব্রিটিশ নাগরিকদেরও ভারত ভ্রমণে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দেয় নয়াদিল্লী। এরপরই টনক নড়ে ব্রিটিশ সরকারের।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক