১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরব সাগরে শুরু হচ্ছে ভারত-জাপানের যৌথ মহড়া

আগামী ০৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে ভারত-জাপানের নৌবাহিনীর যৌথ মহড়া ‘জিম্যাক্স-২১’ এর পঞ্চম সংস্করণ। ০৫ অক্টোবর, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। মহড়াটি চলবে ০৮ অক্টোবর অবধি।

বিবৃতিতে জানানো হয়েছে, সমুদ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়াটির লক্ষ্য মূলত দু দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ রক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি। মহড়া চলাকালে আধুনিক অস্ত্র চালনা, ক্রস ডেক হেলিকপ্টার অভিযান ও অবতরণ, সমুদ্রের উপর জটিল পরিস্থিতিতে মানিয়ে নেয়া, আন্তঃ যোগাযোগ এর প্রশিক্ষাণ সহ নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।

মহড়ায় ভারতের প্রতিনিধিত্ব করবে দেশীয়ভাবে নির্মিত গাইডেড মিসাইল স্টিলথ ডেস্ট্রয়ার জাহাজ কোচি এবং গাইডেড মিসাইল ফ্রিগেট তেগ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ওয়েস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার রিয়ার এডমিরাল অজয় কোচর।

অপরদিকে জাপানি নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবে জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের জাহাজ কাগা, একটি ইজুমো ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার, একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন জাপানী নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ইকেউচি ইজুরু।

উল্লেখ্য, উভয় রাষ্ট্রের মধ্যকার নৌ সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিম্যাক্স-২১ মহড়াটির ফলে উভয় রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করছে ভারতীয় বোদ্ধামহল।

প্রসঙ্গত, গত ২০১২ সালে সর্বপ্রথম ভারত ও জাপানের মধ্যে জিম্যাক্স সশস্ত্র মহড়ার শুরু হয়। দ্বিপক্ষীয় এই অংশগ্রহণের সর্বশেষ সংস্করণ অনুষ্ঠিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আরব সাগরে শুরু হচ্ছে ভারত-জাপানের যৌথ মহড়া

প্রকাশ: ০১:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

আগামী ০৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে ভারত-জাপানের নৌবাহিনীর যৌথ মহড়া ‘জিম্যাক্স-২১’ এর পঞ্চম সংস্করণ। ০৫ অক্টোবর, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। মহড়াটি চলবে ০৮ অক্টোবর অবধি।

বিবৃতিতে জানানো হয়েছে, সমুদ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়াটির লক্ষ্য মূলত দু দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ রক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি। মহড়া চলাকালে আধুনিক অস্ত্র চালনা, ক্রস ডেক হেলিকপ্টার অভিযান ও অবতরণ, সমুদ্রের উপর জটিল পরিস্থিতিতে মানিয়ে নেয়া, আন্তঃ যোগাযোগ এর প্রশিক্ষাণ সহ নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।

মহড়ায় ভারতের প্রতিনিধিত্ব করবে দেশীয়ভাবে নির্মিত গাইডেড মিসাইল স্টিলথ ডেস্ট্রয়ার জাহাজ কোচি এবং গাইডেড মিসাইল ফ্রিগেট তেগ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ওয়েস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার রিয়ার এডমিরাল অজয় কোচর।

অপরদিকে জাপানি নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবে জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের জাহাজ কাগা, একটি ইজুমো ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার, একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন জাপানী নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ইকেউচি ইজুরু।

উল্লেখ্য, উভয় রাষ্ট্রের মধ্যকার নৌ সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিম্যাক্স-২১ মহড়াটির ফলে উভয় রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করছে ভারতীয় বোদ্ধামহল।

প্রসঙ্গত, গত ২০১২ সালে সর্বপ্রথম ভারত ও জাপানের মধ্যে জিম্যাক্স সশস্ত্র মহড়ার শুরু হয়। দ্বিপক্ষীয় এই অংশগ্রহণের সর্বশেষ সংস্করণ অনুষ্ঠিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক