তিনদিনের সফরে আগামী ০৯ অক্টোবর ভারতে আসবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। সফরকালে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
উভয় রাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিকল্পে তাঁর এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছে বোদ্ধামহল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্ব বাদেও ভারতীয় শীর্ষ কর্মকর্তাবৃন্দ, থিংক ট্যাঙ্ক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ফ্রেডেরিকসেন।
এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ডেনমার্কের সঙ্গে একটি কৌশলগত সবুজ অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে ভারত। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এর ভার্চুয়াল বৈঠকে উক্ত চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
ফ্রেডেরিকসেন এর সফরকালে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় করবে ভারত ও ডেনমার্ক। মূলত করোনা মহামারীর প্রেক্ষাপটে সৃষ্ট চ্যালেঞ্জ সমূহ উতরে পুনরায় দ্বিপক্ষীয় অংশীদারিত্বের গতি বৃদ্ধি, স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা অব্যহত রাখা, প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করা সহ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, কৃষি, খাদ্য, পর্যটন, শিক্ষা সহ নানা খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন উভয় রাষ্ট্রের সরকার প্রধানগণ।
উল্লেখ্য, ভারত এবং ডেনমার্কের মধ্যে ঐতিহাসিকভাবে ব্যাপক গভীর সম্পর্ক বিদ্যমান। গত ২০১৯ সালে উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তির হয়েছে। পাশাপাশি গত বছর (২০২০) ভারত এবং ডেনমার্কের মধ্যকার প্রথম যোগসূত্র স্থাপনের ৪০০ বছরও পূর্ণ হয়েছে।
তাছাড়া, ভারতে প্রায় ২০০’র বেশি ডেনিশ কোম্পানীর বিনিয়োগ রয়েছে। পাশাপাশি প্রায় ৬০ টি ভারতীয় কোম্পানী ডেনমার্কে বাণিজ্য করছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক