আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ০৬ এবং ০৭ অক্টোবর, দ্বিপক্ষীয় বৈঠক এবং ইন্ডিয়া আইডিয়াস সম্মেলনে অংশ নিতে ভারতে আসবেন তিনি।
জানা গিয়েছে, আগামী ০৬ অক্টোবর ভারতীয় কর্মকর্তাবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ওয়েন্ডি। একই দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। তাছাড়া, সেদিনই ইন্ডিয়া আইডিয়াস সামিটে অংশ নিবেন বাইডেন সরকারের এই গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক।
এরপর ০৭ অক্টোবর ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে ইন্ডিয়া ইউএস ট্রেড পলিসি ফোরামের সঙ্গে আলোচনায় বসবেন ওয়েন্ডি। এদিন মুম্বাইয়ে যাবার কথা রয়েছে তাঁর। তাছাড়া, ওয়েন্ডির ভারতে আসার ঘোষণায় চতুর্থবারের মতো ভারত-মার্কিন ২+২ বৈঠক আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের বৈঠকের পর ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরাম পুনরায় চালুর ব্যাপারে কাজ শুরু হয়েছে। এটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং ২০১৪ সালে এটির পুনর্গঠনের কাজ শুরু হয়।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে প্ল্যাটফর্মটি কেন্দ্র করে আলোচনায় মিলিত হোন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার এবং ভারতের তৎকালীন বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
প্রসঙ্গত, ভারত সফরের পূর্বে সুইজারল্যান্ড, উজবেকিস্তান সফর করবেন ওয়েন্ডি শেরম্যান। এরপর দুদিনের ভারত সফর শেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। সেখানে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে যাবেন মার্কিন এই কূটনীতিক।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক