আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করতে বৈঠক করেছে ভারত ও সার্বিয়া। গত ১৯ সেপ্টেম্বর, রবিবার, নয়াদিল্লীতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় মিলিত হোন সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। বৈঠকে আর্থিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দু পক্ষ।
এর আগে দুদিনের সফরে ভারতে এসে পৌঁছান সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে এক টুইট বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। বৈঠকটিকে বেশ ফলপ্রসূ এবং উষ্ণ বলে আখ্যা দেন তিনি।
ইতোপূর্বে, ২০২০ সালের নভেম্বরে সার্ব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সেলাকোভিচকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শুভেচ্ছাবার্তা জানাতে সার্বিয়া যান ভারতীয় রাষ্ট্রদূত সুব্রত ভট্টাচার্য।
সম্প্রতি সম্পর্ক উন্নয়নের দিকে মনযোগ দিয়েছে ভারত ও সার্বিয়া। দু দেশের মধ্যকার প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক দিনকে দিন জোরদার হচ্ছে। এছাড়া করোনাকালে পরস্পরকে ব্যাপকভাবে সাহায্য করে দেশ দুটো।
গত ২০১৮ সালের সেপ্টেম্বরে সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্দার ভুসিচকের আমন্ত্রণে দেশটি ভ্রমণে যান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। সেই সফরকালে সার্বিয়ান বিজ্ঞানী ও উদ্ভাবক নিকোলা টেসলা এবং ভারতের আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দের নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে দেশ দুটো।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক