আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস শিবালিক এবং কাদমাত। দু দেশের নৌবাহিনীর মধ্যে ০৬ সেপ্টেম্বর শুরু হওয়া ‘অজিনডেক্স’ খ্যাত মহড়াটি চলবে আগামী ১০ সেপ্টেম্বর অবধি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছর অজিনডেক্স মহড়ার চতুর্থ সংস্করণ পরিচালিত হচ্ছে। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস শিবালিক এবং কাদমাত এর সঙ্গে অংশ নিয়েছে রয়েল অস্ট্রেলিয়ান নেভীর আনজাক ক্লাস ফ্রিগেট, এইচএমএএস ওয়ারামুঙ্গা।
মহড়াটির ফলে দু দেশের মধ্যকার নৌবাহিনীর আন্তঃসম্পর্ক আরও ঘনিষ্ঠ রূপ লাভ করবে বলে মন্তব্য করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বিধানে এবং স্বীয় সক্ষমতা বৃদ্ধিতে মহড়াটি কার্যকর হবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছে তাঁরা।
চলতি বছরের ‘অজিনডেক্স’ মহড়াটিতে নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার এবং লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মধ্যে জটিল সারফেস, সাব-সারফেস এবং এয়ার অপারেশন পরিচালিত হবে।
উল্লেখ্য, অজিনডেক্স যৌথ মহড়াটি ২০১৬ সালে আরম্ভ হয়। সর্বশেষ ২০১৯ সালে বঙ্গোপসাগরে দু দেশের মধ্যকার তৃতীয় অজিনডেক্স মহড়া আয়োজিত হয়। সেবার সাবমেরিন প্রতিরোধী মহড়ায় অংশ নেয় তাঁরা।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমানভাবে কাছাকাছি চলে এসেছে ভারত এবং অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক। গতবছর অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের পর থেকে সে সম্পর্কের মাত্রা ক্রমাগত উর্ধ্বমুখী। করোনা মহামারীতে পরস্পরকে সহযোগিতা সহ অন্যান্য নানা ধরণের কার্যক্রমে একসঙ্গে কাজ করে অস্ট্রেলিয়া এবং ভারতের নৌবাহিনী।
প্রসঙ্গত, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের সাম্প্রতিক ইস্ট-অ্যাক্ট নীতি অনুসারে বর্তমানে মিত্র ও সমমনা দেশ গুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে একাধারে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ভারত।
আইএনএস শিবালিক এবং কাদমাত ভারতের দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত মাল্টি রোল গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট এবং অ্যান্টি-সাবমেরিন করভেট। উভয় জাহাজই ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর পূর্ব নৌবহরের অংশ। জাহাজ দুটো বহুমুখী অস্ত্র এবং সেন্সর দিয়ে সজ্জিত, হেলিকপ্টার বহন করতে পারে।
(তথ্যসূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)