আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকান রাষ্ট্র কলম্বিয়া সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ছয় দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দফায় তিনদিন ব্যাপী (০৪-০৬ সেপ্টেম্বর) কলম্বিয়ায় অবস্থান করবেন লেখি। এরপর ০৯ সেপ্টেম্বর অবধি সময়কালে যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি। (তথ্যসূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন মীনাক্ষী লেখি। মূলত দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি ও অবস্থান পর্যালোচনা করতে কলম্বিয়া সফর করছেন তিনি। এছাড়া, নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘শান্তিরক্ষা কার্যক্রম কর্মসূচি’র আওতাধীন ‘ট্রানজিশন’ বিষয়ক উন্মুক্ত আলোচনাতেও যোগ দিবেন তিনি।
কলম্বিয়া সফরকালে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন লেখি। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্টা লুসিয়া রামিরেজের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। সেখানে আঞ্চলিক ও বহুপাক্ষিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন তাঁরা।
এছাড়াও, দেশটিতে অবস্থানরত শীর্ষস্থানীয় ভারতীয় কোম্পানী এবং ভারতীয় অভিবাসী সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সর্বোপরি কলম্বিয়ার সঙ্গে সামগ্রিক সম্পর্কের উন্নয়নে তাঁর এই সফর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দেশটিতে ভারতের পক্ষে সফর করেছিলেন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব।) ভি কে সিং।
উল্লেখ্য, কলম্বিয়া এবং ভারতের মধ্যে উষ্ণ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। গত ২০১৯ সালে দু দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হয়েছে। শুধুমাত্র ২০২০-২১ অর্থবছরে দু দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ২.২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছিলো। করোনা মহামারী সত্ত্বেও দু দেশের বাণিজ্য প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে।
কলম্বিয়া সফর শেষ করেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন মীনাক্ষী লেখি। সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিবেন তিনি। চলতি সেপ্টেম্বরে আয়ারল্যান্ড নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।