০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং ডেনমার্ক সফরে যাচ্ছেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইউরোপ সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকাল (বৃহস্পতিবার) স্লোভেনিয়া, ডেনমার্ক এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। সফরকালে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে বৈঠক করবেন তিনি। (তথ্যসূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সফরটির কথা জানানো হয়েছে। সফরটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছে তাঁরা।

জানা গিয়েছে, আগামী ২ ও ৩ সেপ্টেম্বরে স্লোভেনিয়া সফর করবেন জয়শঙ্কর। উল্লেখ্য, দেশটি বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার আহবান জানিয়েছেন। দেশটিতে অবস্থানকালে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আঞ্জে লোগারের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

স্লোভেনিয়া সফর শেষে সংক্ষিপ্ত সফরে ০৩ সেপ্টেম্বরই ক্রোয়েশিয়া যাবেন জয়শঙ্কর। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গ্রিলিয়া র‍্যাডম্যানের সঙ্গে আলোচনায় মিলিত হবেন তিনি।

এরপর পররাষ্ট্রমন্ত্রী ঊড়াল দেবেন ডেনমার্কের পথে। সেখানে ০৪ এবং ০৫ সেপ্টেম্বর, দুদিন অবস্থান করবেন তিনি। এর মাঝেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কোফোডের সঙ্গে এক বৈঠকে যোগ দিবেন তিনি। এরপর ভারত ফিরে আসার কথা রয়েছে তাঁর।

ট্যাগ:

স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং ডেনমার্ক সফরে যাচ্ছেন জয়শঙ্কর

প্রকাশ: ০১:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইউরোপ সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকাল (বৃহস্পতিবার) স্লোভেনিয়া, ডেনমার্ক এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। সফরকালে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে বৈঠক করবেন তিনি। (তথ্যসূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সফরটির কথা জানানো হয়েছে। সফরটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছে তাঁরা।

জানা গিয়েছে, আগামী ২ ও ৩ সেপ্টেম্বরে স্লোভেনিয়া সফর করবেন জয়শঙ্কর। উল্লেখ্য, দেশটি বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার আহবান জানিয়েছেন। দেশটিতে অবস্থানকালে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আঞ্জে লোগারের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

স্লোভেনিয়া সফর শেষে সংক্ষিপ্ত সফরে ০৩ সেপ্টেম্বরই ক্রোয়েশিয়া যাবেন জয়শঙ্কর। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গ্রিলিয়া র‍্যাডম্যানের সঙ্গে আলোচনায় মিলিত হবেন তিনি।

এরপর পররাষ্ট্রমন্ত্রী ঊড়াল দেবেন ডেনমার্কের পথে। সেখানে ০৪ এবং ০৫ সেপ্টেম্বর, দুদিন অবস্থান করবেন তিনি। এর মাঝেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কোফোডের সঙ্গে এক বৈঠকে যোগ দিবেন তিনি। এরপর ভারত ফিরে আসার কথা রয়েছে তাঁর।