আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানী খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের উদ্দেশ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। আগামী ০১ সেপ্টেম্বর, ২০২১, বুধবার, দেশটির উদ্দেশ্যে রওনা করবেন তিনি। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে, সফরকালে ভারতের সরকারী ও ব্যবসায়িক প্রতিনিধি একটি দলের নেতৃত্ব দেবেন হরদীপ সিং। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তিনি। রুশ জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন তিনি।
রাশিয়ায় অবস্থানকালে ভ্লাদিভোস্টকে ৬ষ্ঠ ইস্টার্ন ইকোনমিক ফোরাম (ইইএফ) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুরী। মঙ্গলবার, একটি সরকারী প্রেসনোটে বিষয়টি জানানো হয়। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সফরকালে সেদেশের জ্বালানী মন্ত্রী শুলগিনভের সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির বিভিন্ন কর্তাব্যক্তি ও ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে আলোচনায় মিলিত হবেন মন্ত্রী।
উক্ত এই ইইএফ সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। বিগত ২০১৯ সালের ইইএফ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ভারত ও রাশিয়ার মধ্যে একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় জ্বালানী সম্পর্ক বিদ্যমান। ভারতীয় তেল ও গ্যাস কোম্পানি গুলোর জন্য রাশিয়া হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় গন্তব্য। ভারতীয় পাবলিক ও প্রাইভেট সেক্টর কোম্পানী গুলো রাশিয়াতে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।