আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ান নৌবাহিনীর জাহাজ ‘ইজাজ্জার’ সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস তাবার’। গত রবিবার, ২৯ আগস্ট, ২০২১, আলজেরিয়ার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র মহড়ায় অংশ নেয় জাহাজ দুটো। (তথ্যসূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক সূত্রে জানা গিয়েছে, মহড়াটিতে দু দেশের মধ্যকার যুদ্ধ জাহাজের সমন্বিত কৌশল, যোগাযোগ পদ্ধতি এবং আভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মূলত, আন্তঃসম্পর্ক বৃদ্ধি, সমুদ্রে শত্রুর বিরুদ্ধে সম্মিলিত অভিযান এবং দ্বিপক্ষীয় বন্ধন দৃঢ় করতে মহড়াটি আয়োজিত হয়েছিলো। মহড়ার ফলে দু দেশের নৌবাহিনীর মধ্যকার আন্তঃসম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, মহাকাশ গবেষণা, সন্ত্রাস দমন, শিক্ষা এবং অন্যান্য বিষয়ে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে ভারত এবং আলজেরিয়ার। তাছাড়া, ২০০১ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন আলজেরিয়ার তৎকালীন রাষ্ট্রপতি বুতেফ্লিকা।
প্রসঙ্গত, প্রায় চার মাস এর সফরে বিভিন্ন দেশ পরিভ্রমণ করছে আইএনএস তাবার। জাহাজটি ইতোমধ্যে মিশর, ইতালি, স্পেন এবং ফ্রান্সের বন্দর সমূহে যৌথ নৌ মহড়া চালিয়েছে। ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইন্দ্র-২১ নৌ মহড়াতেও অংশ নেয় জাহাজটি। জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন মহেশ মাঙ্গিপুদি এবং প্রায় তিন শতাধিক ক্রু নিয়ে তিনি জাহাজটি পরিচালনা করছেন। জাহাজটি অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর সহ বিভিন্ন প্রযুক্তিতে সজ্জিত।