আন্তর্জাতিক ডেস্ক: আজ বাহরাইন সফরে গিয়েছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। তিনদিনের রাষ্ট্রীয় সফরে ৩০ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর অবধি সময়কালে দেশটিতে অবস্থান করবেন তিনি। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
গত রবিবার, ২৯ আগস্ট, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাহরাইন সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ।”
সফরকালে দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন মুরালিধরণ। এসবের পাশাপাশি দেশটিতে অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের নেতৃস্থানীয় মানুষজনের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে পৌছেছে ভারত এবং বাহরাইন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, উভয় দেশের মধ্যে চমৎকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সৌহার্দ্যপূর্ণ অংশীদারিত্ব রয়েছে।
করোনা মহামারীকালীণ সময়েও দেশ দুটো একে অন্যের পাশে থেকে মিত্রতার পরিচয় দেয়। দেশটিতে প্রায় সাড়ে তিন লক্ষাধিক ভারতীয় বসবাস করেন। দু দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কও প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।
প্রসঙ্গত, গত ২০১৯ সালের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গতবছর নভেম্বর মাসে বাহরাইন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর চলতি বছর এপ্রিল মাসে ভারত সফরে আসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি। তাছাড়া, দু দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়ে থাকে।