আন্তর্জাতিক ডেস্ক: চালু হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরী টহল জাহাজ ‘বিগ্রহ’। ২৮ আগস্ট, শনিবার, জাহাজটি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠান চলাকালে দেশীয়ভাবে তৈরী জাহাজটিকে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক সূত্রে আরও জানা যায়, কোস্ট গার্ডের ব্যবহারের জন্য নির্মিত জাহাজটি ভারতের অফশোর টহল জাহাজের সপ্তম সিরিজের অন্তর্গত। জাহাজটি নির্মাণ করেছে এল অ্যান্ড টি শিপ বিল্ডিং লিমিটেড। জাহাজটিতে রয়েছে সর্বাধুনিক ফায়ার পাওয়ার। এটি এমন ভাবে নকশা করা হয়েছে যেনো একটি দু- ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার ও চারটি হাই স্পিড বোর্ড সহজেই রাখা যায়।
জাহাজটি মোট ৯৮ মিটার দীর্ঘ এবং এতে প্রায় ১১০ জন নাবিক একসঙ্গে থাকতে পারবে। জাহাজটি রাখা হবে ইস্টার্ন সি বোর্ড এর তত্ত্বাবধানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জাহাজটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির রাডার, নেভিগেশন এবং উন্নত সেন্সর। জাহাজটির মধ্যে অত্যাধুনিক ৪০/৬০ বোফর্স কামান ছাড়াও স্বয়ংক্রিয় বন্দুক এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে।
সমুদ্রে নজরদারি করা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কাজে লাগবে ‘বিগ্রহ’। পাশাপাশি পানিপথে দূষণ এড়াতেও যথেষ্ট সহায়ক হবে জাহাজটি।
প্রতিরক্ষামন্ত্রী কর্তৃক জাহাজটি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে (কোস্টগার্ড) হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী এম কে স্ট্যালিন, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহা নির্দেশক শ্রী কে নটরাজন সহ ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের পদস্থ কর্মকর্তাগণ।
বক্তব্য প্রদানকালে রাজনাথ সিং বলেন, “এটি আত্মনির্ভর ভারত গড়ার জন্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।” এছাড়াও, ভারতীয় প্রতিরক্ষার ইতিহাসে প্রথমবারের মতো সাতটি জাহাজের জন্য একটি বেসরকারি খাতের কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।
এসময়, নিজ দেশ এবং প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় বলিষ্ঠ ভূমিকা পালন করায় ভারতীয় কোস্ট গার্ডের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং।