০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মোদী

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক: ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৭ আগস্ট, শুক্রবার, আলাপকালে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠককালে উভয় নেতা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তালেবান উত্থানের পর দেশটিতে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা করেন তাঁরা।

একই সঙ্গে, জি-২০ সহ অন্যান্য বহুপাক্ষিক স্তরে আফগানিস্তান ইস্যুতে আলোচনা করার বিষয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। পাশাপাশি আসন্ন জলবায়ু সম্মেলন (কোপ-২৬) এবং অন্যান্য বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেছেন তাঁরা।

জি-২০ জোটের সাম্প্রতিক কর্মকান্ডে জোরদার এবং সৃজনশীল ভূমিকা নেয়ায় ইতালীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় প্রধানমন্ত্রী। অন্যদিকে, সফলভাবে করোনা মোকাবেলা সহ আঞ্চলিক ইস্যুতে দক্ষতা প্রদর্শন করায় ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন ইতালীর প্রধানমন্ত্রী।

আফগান ইস্যুতে সামনের দিনগুলোতেও আলোচনা অব্যহত রাখার অঙ্গীকার করেন তাঁরা।

ট্যাগ:

আফগান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মোদী

প্রকাশ: ০৪:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক: ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৭ আগস্ট, শুক্রবার, আলাপকালে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠককালে উভয় নেতা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তালেবান উত্থানের পর দেশটিতে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা করেন তাঁরা।

একই সঙ্গে, জি-২০ সহ অন্যান্য বহুপাক্ষিক স্তরে আফগানিস্তান ইস্যুতে আলোচনা করার বিষয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। পাশাপাশি আসন্ন জলবায়ু সম্মেলন (কোপ-২৬) এবং অন্যান্য বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেছেন তাঁরা।

জি-২০ জোটের সাম্প্রতিক কর্মকান্ডে জোরদার এবং সৃজনশীল ভূমিকা নেয়ায় ইতালীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় প্রধানমন্ত্রী। অন্যদিকে, সফলভাবে করোনা মোকাবেলা সহ আঞ্চলিক ইস্যুতে দক্ষতা প্রদর্শন করায় ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন ইতালীর প্রধানমন্ত্রী।

আফগান ইস্যুতে সামনের দিনগুলোতেও আলোচনা অব্যহত রাখার অঙ্গীকার করেন তাঁরা।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34