০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। গত ২৭ আগস্ট, ২০২১, শুক্রবার, সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিং এর এক পর্যায়ে এ তথ্য দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সফরকালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও যোগ দেয়ার কথা রয়েছে শ্রিংলার। ধারণা করা হচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক উন্মুক্ত আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। প্রসঙ্গত, চলতি আগস্ট মাস সময়কালের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব রয়েছে ভারতের নিকট। ইতোপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করও নিরাপত্তা পরিষদের ভিন্ন ভিন্ন বৈঠকে সভাপতিত্ব করেছেন।

নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি সফরে যাবার কথা রয়েছে শ্রিংলার। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ইস্যুতে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে মিলিত হবেন তিনি।

ট্যাগ:

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

প্রকাশ: ০১:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। গত ২৭ আগস্ট, ২০২১, শুক্রবার, সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিং এর এক পর্যায়ে এ তথ্য দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। (সূত্রঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সফরকালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও যোগ দেয়ার কথা রয়েছে শ্রিংলার। ধারণা করা হচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক উন্মুক্ত আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। প্রসঙ্গত, চলতি আগস্ট মাস সময়কালের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব রয়েছে ভারতের নিকট। ইতোপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করও নিরাপত্তা পরিষদের ভিন্ন ভিন্ন বৈঠকে সভাপতিত্ব করেছেন।

নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি সফরে যাবার কথা রয়েছে শ্রিংলার। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ইস্যুতে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে মিলিত হবেন তিনি।