আন্তর্জাতিক ডেস্ক: ৭৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বাধীনতা। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই ভারতীয়দের মাঝে। নানা বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে গোটা দেশজুড়ে।
এই আমেজ আবহের মাঝেই আরও সুখবর পেলো দেশটির সাধারণ জনগণ। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আসন্ন দিনটিতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপনা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি সাজতে চলেছে ভারতের জাতীয় পতাকার তেরঙ্গা রঙের আলোয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও দুটো বিখ্যাত স্থাপনায় উত্তোলন করা হবে ভারতীয় পতাকা। (খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)
ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয়-আমেরিকানদের অলাভজনক সংগঠন ‘সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশন’ জানিয়েছে, আগামী রবিবার, ১৫ আগস্ট, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি ভারতের তেরঙ্গা পতাকায় স্প্যায়ার এবং পডিয়াম আলোয় সজ্জিত করা হবে। এর জন্য নিউইয়র্কে অবস্থানরত ‘দ্যা ডার্স্ট অর্গানাইজেশনে’র সঙ্গে মিলে যৌথভাবে কাজ করছে তাঁরা।
১৫ আগস্ট নিউইয়র্কে সিটিতে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই বিখ্যাত মার্কিন ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভেসে উঠবে ভারতের জাতীয় পতাকা। স্থানীয় সময় রাত দুটো পর্যন্ত তেরঙ্গার আলোয় আলোকিত হবে ভবনটির চারপাশ। উদ্যাপনের অংশ হিসেবেই ডার্স্ট অর্গানাইজেশনের অন্যান্য স্থাপনাতেও একই দিনে তেরঙ্গার আলো জ্বলে উঠবে বলে জানিয়েছে ‘সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশন’।
দ্য ডার্স্ট অর্গানাইজেশনের মার্ক ডমিনো বলেন, “সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের এমন উদ্যোগের সঙ্গে জড়িত হতে পেরে আমরা গর্বিত।”
সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি রাহুল ওয়ালিয়া বলেন, “এটি ভারতের স্বাধীনতার প্রতি আমাদের নিবেদন, একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার মিত্রতার বহিঃপ্রকাশ। আমরা আশা করি এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যহত থাকবে।”
সংগঠনটির পরিচালক আরতি ওয়ালিয়া বলেন, “ভারতের ঐতিহাসিক এই মুহূর্তে ডার্স্ট অর্গানাইজেশনের সঙ্গে মিলে উদ্যাপনটি করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত এবং গর্বিত। সহযোগিতা করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”