০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন সার্কের মহাসচিব এসালা রুয়ান ভীরাকুন। গত ১০ আগস্ট, মঙ্গলবার, বৈঠকটি অনুষ্ঠিত হয়। করোনা মহামারী প্রতিরোধ সহ আঞ্চলিক সব ধরণের সহযোগিতা জোরদারে আলোচনার লক্ষ্যে গত ০৮ আগস্ট ভারতে পদার্পণ করেন সার্ক মহাসচিব। আগামী ১৪ আগস্ট অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। (খবরঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

পরবর্তীতে নিজের টুইটার একাউন্ট থেকে সার্কের ১৪ তম মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন সার্ক মহাসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর করা এক টুইটবার্তায় বিষয়টি জানা যায়।

প্রসঙ্গত, ভীরাকুন একজন লঙ্কান কূটনীতিক এবং গত বছর সার্কের ১৪ তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২০ সালের মার্চে ভারতের উদ্যোগে সার্ক কর্তৃপক্ষ করোনা সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে করণীয় সম্পর্কে ভার্চুয়াল আলোচনায় মিলিত হয়েছিলেন।

তবে গত ২০১৪ সালের কাঠমুন্ডু বৈঠকের পর এখনও অবধি শীর্ষ নেতৃত্ব পর্যায়ে সার্কের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এরপর ২০১৬ সালে সার্কের শীর্ষ বৈঠক পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সন্ত্রাসবাদে মদদের অভিযোগে সে সম্মেলন প্রত্যাখান করে ভারত এবং পর্যায়ক্রমে অন্যান্য সদস্য দেশগুলোও।

ট্যাগ:
জনপ্রিয়

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বৈঠক

প্রকাশ: ০২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন সার্কের মহাসচিব এসালা রুয়ান ভীরাকুন। গত ১০ আগস্ট, মঙ্গলবার, বৈঠকটি অনুষ্ঠিত হয়। করোনা মহামারী প্রতিরোধ সহ আঞ্চলিক সব ধরণের সহযোগিতা জোরদারে আলোচনার লক্ষ্যে গত ০৮ আগস্ট ভারতে পদার্পণ করেন সার্ক মহাসচিব। আগামী ১৪ আগস্ট অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। (খবরঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক)

পরবর্তীতে নিজের টুইটার একাউন্ট থেকে সার্কের ১৪ তম মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন সার্ক মহাসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর করা এক টুইটবার্তায় বিষয়টি জানা যায়।

প্রসঙ্গত, ভীরাকুন একজন লঙ্কান কূটনীতিক এবং গত বছর সার্কের ১৪ তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২০ সালের মার্চে ভারতের উদ্যোগে সার্ক কর্তৃপক্ষ করোনা সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে করণীয় সম্পর্কে ভার্চুয়াল আলোচনায় মিলিত হয়েছিলেন।

তবে গত ২০১৪ সালের কাঠমুন্ডু বৈঠকের পর এখনও অবধি শীর্ষ নেতৃত্ব পর্যায়ে সার্কের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এরপর ২০১৬ সালে সার্কের শীর্ষ বৈঠক পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সন্ত্রাসবাদে মদদের অভিযোগে সে সম্মেলন প্রত্যাখান করে ভারত এবং পর্যায়ক্রমে অন্যান্য সদস্য দেশগুলোও।