ফাহিম আহম্মেদ মন্ডল: দেশে চলমান করোনা মহামারী পরিস্থিতির দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং আর্ত-মানবতার ডাকে জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সম্প্রতি ‘বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ’ -এর তত্ত্বাবধানে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে দিনরাত্রি ২৪ ঘন্টা উক্ত সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট মেডিকেলের ডাক্তার এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল গঠন করে উক্ত সেবা দান করা হবে বলে জানা গিয়েছে। এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক যথাক্রমে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এবং সহকারী সমন্বয়ক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মজনু মিয়া ও সাধারণ সম্পাদক ডাঃ মাইনুল ইসলাম।
ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।