নিজস্ব প্রতিবেদক: মাত্র ২ টাকায় আহার! শুধু আহার নয় ‘পেট ভরে আহার’! এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি। ‘২ টাকায় পেট ভরে খাই’ এমন স্লোগানে ওদের কেউ খুশিতে আত্মহারা, কেউবা আবার খাবার দেখে নিঃসংকোচে দৌড়িয়ে লাইনে এসে দাঁড়ায়।
১০ অক্টোবর (বৃহস্পতিবার ) ঠিক এমনি দৃশ্যায়ন ঘটে ময়মনসিংহে স্টেশন ১নং প্লাটফর্মে । এতে গরিব, অসহায়, পথের মানুষ ও পথ শিশুদের নিয়ে ২ টাকায় পেট ভরে খাবারের আয়োজন করা হয়। “২ টাকার খাবার” ময়মনসিংহে এমন মহতি কার্যক্রমের আয়োজন করেন ময়মনসিংহ গ্রীন লাইফ ফাউন্ডেশন। ময়মনসিংহ বিভাগে প্রথমবারের মতো তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এতে প্রায় শতাধিক পথশিশু, বৃদ্ধ ও পথের মানুষের এক মিলনমেলার সমাগম ঘটে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ২ টাকার খাবার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান হোসেন (যুগ্ম সচিব)। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“এ রকম মহতি উদ্যোগে সকলে স্বাগত জানানো উচিত। আজকে আমাকে এ মহতি অনুষ্ঠানে অতিথি করা জন্য গ্রীন লাইফ ফাউন্ডেশনেরকে ধন্যবাদ জানাই । আসলে এ উদ্যোগটা যারা নিয়েছেন তাদের এই মহতি উদ্যোগে মাধ্যমে সকলে মুখে খাবার তুলে দিতে পারবে ও বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার জন্য অগ্রনি ভূমিকা পালন করবে তরুনরা।”
মহতি এ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন “পরিবর্তন চাই” এর বিভাগীয় সমন্বয়ক নজরুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভপতি ফাহিম আহম্মেদ মন্ডল, সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয়, ব্রহ্মপুত্র ডোনার সোসাইটি সভাপতি মমিনুল ইসলাম প্লাবন, ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টাস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম লাভলু, দপ্তর সম্পাদক এনামুল হক ছোটন, সংস্কৃতিক সম্পাদক সেলিম মিয়া। এছাড়া উক্ত প্রোগ্রামের আয়োজক সকল ভলান্টিয়ার উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করতে ভূমিকা রাখেন।