বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী, ভাইসহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারণে আমি পরিবারের কাছে সমালোচিত।
মঙ্গলবার মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগী কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি-বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে।
তিনি বলেন, দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দুর্নীতিসহ অসৎ কোনো কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।