০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী হয়ে প্রভাব বিস্তার না করায় পরিবারের কাছে সমালোচিত : বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী, ভাইসহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারণে আমি পরিবারের কাছে সমালোচিত।

মঙ্গলবার মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগী কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি-বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে।

তিনি বলেন, দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দুর্নীতিসহ অসৎ কোনো কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

ট্যাগ:

মন্ত্রী হয়ে প্রভাব বিস্তার না করায় পরিবারের কাছে সমালোচিত : বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৭:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী, ভাইসহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারণে আমি পরিবারের কাছে সমালোচিত।

মঙ্গলবার মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগী কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি-বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে।

তিনি বলেন, দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দুর্নীতিসহ অসৎ কোনো কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34