০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হৃত্বিকের নাম শুনেই হতভম্ব কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশনের মধ্যে সম্পর্কের জটিলতা যেন কিছুতেই কাটছে না। বিচ্ছেদের পর সম্পর্কের জটিলতা যেন ক্রমাগত বাড়ছে। সেই জটিলতা ও বিতর্কই ফের উসকে দিলেন কঙ্গনা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, “যদি কোনও দিন ঘুম থেকে উঠে দেখেন আপনি হৃত্বিক রোশন হয়ে গেছেন, তাহলে কী করবেন?” প্রশ্ন শুনেই থমথমে হয়ে যায় কঙ্গনার মুখ। তবে উত্তর যেন তৈরিই ছিল কঙ্গনার। “হৃত্বিকের জায়গায় থাকলে আমি সবার আগে কঙ্গনার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম।”

এই মন্তব্যের ফলেই যেন আবার নতুন করে কঙ্গনা-হৃত্বিকের বিচ্ছেদ নিয়ে জলঘোলা তৈরি হলো। শুধু তাই নয়, কঙ্গনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন আরও একটি বিতর্ক দানা বাধে। পরোক্ষভাবে সালমান খানকেও এদিন আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা। যখন তাঁকে প্রশ্ন করা হল, সালমান হয়ে ঘুম থেকে উঠতেন তাহলে কী করতেন, কঙ্গনার অকপট উত্তর, “মিডিয়ার কান ধরে মুলে দেব। কারণ সালমান খান করলে কেউ কিছু বলে না। আমি করলেই যত দোষ।”

ট্যাগ:

হৃত্বিকের নাম শুনেই হতভম্ব কঙ্গনা রনৌত

প্রকাশ: ০৬:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশনের মধ্যে সম্পর্কের জটিলতা যেন কিছুতেই কাটছে না। বিচ্ছেদের পর সম্পর্কের জটিলতা যেন ক্রমাগত বাড়ছে। সেই জটিলতা ও বিতর্কই ফের উসকে দিলেন কঙ্গনা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, “যদি কোনও দিন ঘুম থেকে উঠে দেখেন আপনি হৃত্বিক রোশন হয়ে গেছেন, তাহলে কী করবেন?” প্রশ্ন শুনেই থমথমে হয়ে যায় কঙ্গনার মুখ। তবে উত্তর যেন তৈরিই ছিল কঙ্গনার। “হৃত্বিকের জায়গায় থাকলে আমি সবার আগে কঙ্গনার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম।”

এই মন্তব্যের ফলেই যেন আবার নতুন করে কঙ্গনা-হৃত্বিকের বিচ্ছেদ নিয়ে জলঘোলা তৈরি হলো। শুধু তাই নয়, কঙ্গনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন আরও একটি বিতর্ক দানা বাধে। পরোক্ষভাবে সালমান খানকেও এদিন আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা। যখন তাঁকে প্রশ্ন করা হল, সালমান হয়ে ঘুম থেকে উঠতেন তাহলে কী করতেন, কঙ্গনার অকপট উত্তর, “মিডিয়ার কান ধরে মুলে দেব। কারণ সালমান খান করলে কেউ কিছু বলে না। আমি করলেই যত দোষ।”