০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর সদরের মেয়র হিসেবে উৎপলকে চায় সাবেক নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি: ছানার পায়েস ও ছানার চপের জন্য বিখ্যাত জেলা শেরপুর এর সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জনমনে সবচেয়ে এগিয়ে রয়েছেন জননন্দিত আওয়ামিলীগ নেতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আনোয়ারুল হাসান উৎপল।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলা পৌর-মেয়র নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দের অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু উৎপলকেই যোগ্য প্রার্থী এবং মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তার অনুসারীগণ।

২০২০-২১ এর সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়েছে সারাদেশের তৃণমূল পর্যায়ের রাজনীতি৷ সেসবের আচ লেগেছে সীমান্ত শহর শেরপুরেও। আর সেই উত্তাপেরই অংশ হিসেবে পৌর নির্বাচনে সরকার দলীয় প্রার্থীতা পাবার দৌড়ে কে জয়ী হতে চলেছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। যেসব নামের গুঞ্জন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে উৎপল সবচেয়ে গ্রহণযোগ্য বলে জানান পৌরবাসীর একাংশ।

উৎপলের সমর্থনে গত ২০ সেপ্টেম্বর, শনিবার, এক বিশাল র‍্যালী ও শোডাউনের আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। এসময় পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।

উৎপল

উক্ত শোডাউনে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জুনায়েদ নুরানি মনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাজিকুল ইসলাম তারা, নজরুল ইসলাম, হামিদুর রহমান, সুমন, সোহেল উদ্দিন সাকিব, মুজিবুল ইসলাম শিপন, রনি, অপু, মুক্তা, মশিউর, মাসুদ, আ­লম, বাছির, রাজীব, মনির, মঞ্জুরুল, ইয়াসিন, মাসুদ, ফেরদৌস, প্রত্যয়­, রিদয়, তিলক সহ প্রমুখ নেতৃবর্গ।

এসময় তাঁরা প্রত্যাশা করেন, মেয়র নির্বাচিত হলে উৎপল পেীরসভাকে ঢেলে সাজাবেন। জলবদ্ধতা নিরসন, জানজট মুক্ত করণ, ব্যাবসা বাণিজ্যের প্রসার ঘটানো, পাকা রাস্তা মেরামত ও নতুন রাস্তা নির্মান করে সর্বোপরি আধুনিক শহর নির্মান করবেন।

মিছিলে উপস্থিত সাবেক উপস্থিত শেরপুর জেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয় বলেন, “উৎপল ছাত্র জীবন থেকেই সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছে এবং এখনও করছে। মেয়র হিসেবে পেীরবাসী তাকেই চায়। আশা করি মাননীয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা উতপলকে পৌরবাসীর সেবা করার মহান সুযোগ দিয়ে বাধিত করবেন।“

ট্যাগ:

শেরপুর সদরের মেয়র হিসেবে উৎপলকে চায় সাবেক নেতৃবৃন্দ

প্রকাশ: ০৬:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

বিশেষ প্রতিনিধি: ছানার পায়েস ও ছানার চপের জন্য বিখ্যাত জেলা শেরপুর এর সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জনমনে সবচেয়ে এগিয়ে রয়েছেন জননন্দিত আওয়ামিলীগ নেতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আনোয়ারুল হাসান উৎপল।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলা পৌর-মেয়র নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দের অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু উৎপলকেই যোগ্য প্রার্থী এবং মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তার অনুসারীগণ।

২০২০-২১ এর সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়েছে সারাদেশের তৃণমূল পর্যায়ের রাজনীতি৷ সেসবের আচ লেগেছে সীমান্ত শহর শেরপুরেও। আর সেই উত্তাপেরই অংশ হিসেবে পৌর নির্বাচনে সরকার দলীয় প্রার্থীতা পাবার দৌড়ে কে জয়ী হতে চলেছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। যেসব নামের গুঞ্জন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে উৎপল সবচেয়ে গ্রহণযোগ্য বলে জানান পৌরবাসীর একাংশ।

উৎপলের সমর্থনে গত ২০ সেপ্টেম্বর, শনিবার, এক বিশাল র‍্যালী ও শোডাউনের আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। এসময় পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।

উৎপল

উক্ত শোডাউনে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জুনায়েদ নুরানি মনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাজিকুল ইসলাম তারা, নজরুল ইসলাম, হামিদুর রহমান, সুমন, সোহেল উদ্দিন সাকিব, মুজিবুল ইসলাম শিপন, রনি, অপু, মুক্তা, মশিউর, মাসুদ, আ­লম, বাছির, রাজীব, মনির, মঞ্জুরুল, ইয়াসিন, মাসুদ, ফেরদৌস, প্রত্যয়­, রিদয়, তিলক সহ প্রমুখ নেতৃবর্গ।

এসময় তাঁরা প্রত্যাশা করেন, মেয়র নির্বাচিত হলে উৎপল পেীরসভাকে ঢেলে সাজাবেন। জলবদ্ধতা নিরসন, জানজট মুক্ত করণ, ব্যাবসা বাণিজ্যের প্রসার ঘটানো, পাকা রাস্তা মেরামত ও নতুন রাস্তা নির্মান করে সর্বোপরি আধুনিক শহর নির্মান করবেন।

মিছিলে উপস্থিত সাবেক উপস্থিত শেরপুর জেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয় বলেন, “উৎপল ছাত্র জীবন থেকেই সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছে এবং এখনও করছে। মেয়র হিসেবে পেীরবাসী তাকেই চায়। আশা করি মাননীয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা উতপলকে পৌরবাসীর সেবা করার মহান সুযোগ দিয়ে বাধিত করবেন।“