বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। এক সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। প্রেম থেকে বিয়ে। বিয়ের পর তাদের কোল আলো করে আসে সন্তান আব্রাম খান জয়। কিন্তু ভাটা পড়ে শাকিব-অপুর সম্পর্কে। আলাদা হয়ে যান দুজনে। সেই থেকে মা অপু বিশ্বাসের কাছেই বড় হচ্ছেন ছেলে আব্রাম। তবে বিভিন্ন উৎসব-পার্বণে আব্রামকে সময় দেন শাকিব।
শাকিবের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। অপু বিশ্বাস নাম পরিবর্তন করে ‘অপু ইসলাম’ নাম ধারণ করেছিলেন বলেও জানা যায়। তবে সম্প্রতি অপু বিশ্বাস জানান তিনি ধর্ম ত্যাগ করেননি। আগের ধর্মেই আছেন।
বাবা মুসলমান, মা হিন্দু। এমতাবস্থায় শাকিব-অপুর সন্তান আব্রামের ধর্ম কী? এমন প্রশ্নের জবাবে অপু বলেন,
‘আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে, সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনও ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না।’
অপু বিশ্বাস ইঙ্গিত দিলেন আব্রাম তার ইচ্ছানুযায়ী ধর্ম বেছে নিতে পারবে। বড় হয়ে সেই সিদ্ধান্ত নেবে বাবার ধর্ম অনুসরণ করবে নাকি মায়ের!