১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরের সেই বিতর্কিত ডিসি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন জানান, গত বুধবার ডিসি -কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

জামালপুরের ডিসি থাকাকালীন গত মাসে আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় কেলেঙ্কারির মুখে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

ট্যাগ:

জামালপুরের সেই বিতর্কিত ডিসি বরখাস্ত

প্রকাশ: ০২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক: নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন জানান, গত বুধবার ডিসি -কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

জামালপুরের ডিসি থাকাকালীন গত মাসে আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ায় কেলেঙ্কারির মুখে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।