০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লোগো এবং স্লোগান পরিবর্তন করলো সঞ্জীবন

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লোগো এবং স্লোগানে পরিবর্তন আনলো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। সংগঠনের কার্যপরিধির বিস্তৃতি বুঝাতে এবং সর্বস্তরের সদস্যদের মাঝে উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিবুল আনাম পরাগ। নতুন লোগো সংযোজন এবং স্লোগান পরিবর্তনের ব্যাপারে সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের এই সম্পাদক বলেন,

“আমরা সবসময়ই নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে থাকতে চাই। তারই ধারবাহিকতায় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এই লোগো পরিবর্তন করা হচ্ছে। এ লোগো পরিবর্তন সবার মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। কর্মীদের কাজে আরো আগ্রহী করে তুলবে। একই সঙ্গে সবার মাঝে একটা ভারসাম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

লোগো
নতুন লোগো এবং স্লোগান

পুরোনো লোগোর পরিবর্তন এবং নতুন লোগোর অর্থ বুঝাতে গিয়ে সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএমডিএইচ সিয়াম দৈনিক নবযুগকে বলেন,

“যেহেতু আমরা মানুষের কল্যাণে কাজ করে আসছি, সমাজের জন্যে কাজ করে আসছি, তাই আমাদের একটা লক্ষ্য ছিলো নতুন লোগোতে এবং স্লোগানে যেনো সমাজ, মানুষ এবং মানবতার পাশে সঞ্জীবন- কথাটি উঠে আসে। তারই প্রেক্ষিতে পূর্বের ট্যাগলাইনটি চেঞ্জ করা হয়েছে। আগে যা ছিলো “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ“, বর্তমানে তা, “Stands for the Society”  করা হয়েছে। পাশাপাশি লোগোর এস শেইপে মানুষের আকৃতি নিয়ে আসা হয়েছে যা একই সঙ্গে সঞ্জীবন এবং মানবাকৃতি দুটোরই প্রকাশ ঘটায়। সর্বোপরি আমরা চেষ্টা করেছি আমাদের কার্যপরিধির ব্যাপ্তি বুঝানো যাবে, এমন একটি লোগো শেপ নিয়ে আসতে।”

উল্লেখ্য, সঞ্জীবনের নতুন এই লোগোটি ডিজাইন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী সুদীপ্ত রায়।

ট্যাগ:

লোগো এবং স্লোগান পরিবর্তন করলো সঞ্জীবন

প্রকাশ: ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লোগো এবং স্লোগানে পরিবর্তন আনলো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। সংগঠনের কার্যপরিধির বিস্তৃতি বুঝাতে এবং সর্বস্তরের সদস্যদের মাঝে উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিবুল আনাম পরাগ। নতুন লোগো সংযোজন এবং স্লোগান পরিবর্তনের ব্যাপারে সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের এই সম্পাদক বলেন,

“আমরা সবসময়ই নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে থাকতে চাই। তারই ধারবাহিকতায় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এই লোগো পরিবর্তন করা হচ্ছে। এ লোগো পরিবর্তন সবার মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। কর্মীদের কাজে আরো আগ্রহী করে তুলবে। একই সঙ্গে সবার মাঝে একটা ভারসাম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

লোগো
নতুন লোগো এবং স্লোগান

পুরোনো লোগোর পরিবর্তন এবং নতুন লোগোর অর্থ বুঝাতে গিয়ে সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএমডিএইচ সিয়াম দৈনিক নবযুগকে বলেন,

“যেহেতু আমরা মানুষের কল্যাণে কাজ করে আসছি, সমাজের জন্যে কাজ করে আসছি, তাই আমাদের একটা লক্ষ্য ছিলো নতুন লোগোতে এবং স্লোগানে যেনো সমাজ, মানুষ এবং মানবতার পাশে সঞ্জীবন- কথাটি উঠে আসে। তারই প্রেক্ষিতে পূর্বের ট্যাগলাইনটি চেঞ্জ করা হয়েছে। আগে যা ছিলো “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ“, বর্তমানে তা, “Stands for the Society”  করা হয়েছে। পাশাপাশি লোগোর এস শেইপে মানুষের আকৃতি নিয়ে আসা হয়েছে যা একই সঙ্গে সঞ্জীবন এবং মানবাকৃতি দুটোরই প্রকাশ ঘটায়। সর্বোপরি আমরা চেষ্টা করেছি আমাদের কার্যপরিধির ব্যাপ্তি বুঝানো যাবে, এমন একটি লোগো শেপ নিয়ে আসতে।”

উল্লেখ্য, সঞ্জীবনের নতুন এই লোগোটি ডিজাইন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী সুদীপ্ত রায়।