এনামুল হক ছোটনঃ ময়মনসিংহে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন। করোনা বিপর্যয়ে অসহায় কর্মহীন ও বিপন্নদের মধ্যে গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপলক্ষে ঈদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
গতকাল শুকবার (২২ মে) বিকেলে ময়মনসিংহের শহরের টাউন হল মোড় কাঠঘোলা ও আকুয়া এলাকায় সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশনের উদীয়মান স্বেচ্ছাসেবীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লুডুস, চিনি, সাবান, নকশি পিঠা ও দুধ।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশনের সেচ্ছাসেবী স্বর্ণা তাবাসসুম খান মাসুদ পারভেজ, সাদিয়া ওসেনাত, উজ্জল খান, কামরুন নাহার রেখা ও নাম না জানা আরও অনেক সেচ্ছাসেবী।
ঈদ সামগ্রী নিতে আসা কয়েকজন মধ্যবিত্ত পরিবারের লোকজন দৈনিক নবযুগকে বলেন,
“আগে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালভাবে দিন চলত। করোনা সংকটে পড়ে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। একদিকে বাসা ভাড়া আরেক দিকে সংসার চালানোই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের চাল ডাল আনারও ক্ষমতাও নাই। আত্মীয় স্বজনের কাছেও যেতে পারছি না। ক্ষুধার জ্বালায় বুক ফাটলেও মুখ ফাটে না। গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে আজকে এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি লাগছে। ঈদের খাদ্য সামগ্রী পাওয়ার মাধ্যমে ঈদটা অতন্ত্য আনন্দ খাটবে।”