ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহে সময় অসময়ে হানা দিচ্ছে বৈশাখী ঝড়। বাতাসের তীব্র গতি আর বৈশাখী বৃষ্টিতে হেলে পড়েছে বোরো ধান। এতে জমির ধান নিয়ে চিন্তিত বেশির ভাগ কৃষক। তাদেরই একজন ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবু সাঈদ। দীর্ঘদিন যাবৎ তিনি প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন।
করোনাকালে শ্রমিক সংকট আর অর্থাভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দিশেহারা এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েব। তার উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের কালাইরপাড় গ্রামের কৃষক আবু সাঈদের ৪৮ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়।
এসময় ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েবের নেতৃত্বে ছাত্রলীগ নেতা শাহীনূর ইসলাম রোমেল, তানভীর, আলীম, হৃদয়, ইব্রাহীম, মাসুদ, শাহীনূর,পারভেজ -সহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই ধান কাটায় অংশ নেয়।
তারা সকাল থেকে দল বেঁধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন। পরে জমি থেকে ধান নিয়ে ওই কৃষকের বাড়িতে রেখে আসেন।
মহামারী করোনাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের এমন সহযোগীতায় সন্তোষ প্রকাশ করেন কৃষক আবু সাঈদের পরিবার। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কৃষকের পাশে এগিয়ে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।
কৃষক আবু সাঈদের স্ত্রী বলেন,
‘হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে জমির পাকা ধান কাটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। আমার স্বামী প্যারালাইজড, হাতে টাকাও ছিল না। এমন অভাবে জমির ধান কাটতে অনেক টাকা লাগত। সেই খরচ করার মতো এখন আমার সামর্থ্য নেই। তাই এমন উদ্যোগে আমি ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ।’
এদিকে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েব জানান,
“দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশে বিপদগ্রস্ত কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের অগণিত নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের পক্ষে আমি স্থানীয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে বিপদগ্রস্ত কৃষকের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি”।