নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ২য় ধাপে অর্ধশতাধিক পরিবারকে উপহার সামগ্রী দিলো সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো’। করোনা সংকট শুরু হবার পর থেকেই সংশ্লিষ্ট উপজেলায় দাতব্য কার্যক্রম অব্যহত রেখেছে সামাজিক সংগঠনটি। গত মঙ্গলবার (০৫ মে, ২০২০) প্রায় ৬০ টি পরিবারের মাঝে কয়েকদিনের খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। ইতোমধ্যে অস্থায়ী বেসিন স্থাপন, মাস্ক বিতরণ, সাবান বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণের পর আবারও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো সংগঠনটি।
সংগঠনটির সভাপতি আতাউল করিম বলেন,
“এই লকডাউন পরিস্থিতিতেও আমরা সাধ্যমত চেষ্ঠা করছি অসহায় ও কর্মহীন মানুষের পশে দাঁড়াতে। আমাদের এই কর্মকান্ড চলমান রাখতে সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগীতা প্রয়োজন, তাই বিত্তবানদেরকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”
এ প্রসঙ্গে সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদ এর ভাষ্য,
“আমাদের ভলান্টিয়ারদের নেতৃত্বে ও সমন্বয়ে আমরা অসহায়দের মাঝে এ ত্রাণ বিতরণ করতে সক্ষম হচ্ছি। আমরা সবসময় মানুষের পাশে রয়েছি এই বার্তাটাই আমরা দিতে চাই সবাইকে। আমাদের কার্যক্রম আমরা অব্যহত রাখবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা আমাদের মহতি উদ্দেশ্য বাস্তবায়নে কখনো পিছুপা না হই।”
সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জিহাদ এ প্রসঙ্গে নবযুগ প্রতিনিধিকে বলেন,
“আমাদের দেশের ইতিহাস পর্যবেক্ষণ করলেই আমরা দেখতে পারি, তরুণ সমাজ বরাবরই দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে এসে দাড়িয়েছে। তাঁরই ধারাবাহিকতায় বর্তমান করোনা মহামারীতে মানুষের পাশে দাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞভাবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিত্তবানদের পূর্ণ সমর্থন ও সহায়তায় কাজটি সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছি আমরা। আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম ইনশাআল্লাহ অব্যহত থাকবে। সবাই আমাদের জন্য এবং আমাদের সংগঠনের যেনো দোয়া করবেন যেনো আমরা মানুষের পাশে দাড়াতে পারি সবসময়ই।”