নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, “প্ল্যানার্স প্রিমিয়ার লীগ-২০১৯“। ১২ জুলাই, ২০১৯ ইং (শুক্রবার) ৪২ তম আবর্তনের সঙ্গে ৪৮ তম আবর্তনের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়ায়। টুর্নামেন্টের আয়োজক বিভাগের ১৯ তম ও বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীরা।
প্রথমদিনের খেলা হয় তিনটি, যথাক্রমে বিভাগের ৪২ তম আবর্তন বনাম বিভাগের ৪৮ তম আবর্তন, ৪৬ তম আবর্তন বনাম ৪৭ তম আবর্তন এবং ৪৩ তম আবর্তন বনাম ৪৫ তম আবর্তন এর মধ্যে। এতে জয়ী হয় ৪২, ১৫ এবং ৪৬ তম আবর্তন।
দিনের শুরুতেই ৪২ তম আবর্তন ৪৮ তম আবর্তনের বিপক্ষে ৩-০ গোলের জয় লাভ করে। এতে রউফ ২ টি এবং রানা ১ টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় ৪৬ তম আবর্তনের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ৪৭ তম আবর্তন। ৪৬ তম আবর্তনের পক্ষে গোল দুটি করেন ইভান এবং আদনান। ৪৭ তম আবর্তনের পক্ষে একমাত্র গোলটি করেন ফারহান।
দিনের তৃতীয় খেলায় ৪৫ তম আবর্তন ৪৩ তম আবর্তনের বিপক্ষে ৬-১ গোলে জয় লাভ করে। ৪৫ তম আবর্তনের পক্ষে মুহিত ৪ টি, জিসান ও সৈকত ১ টি করে গোল করেন। ৪৫ তম আবর্তনের হৃদয় আত্মঘাতি গোল করায় শূন্য গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়নি ৪৩ তম আবর্তনকে।
প্রাক্তন শিক্ষার্থী বনাম ৪৭ তম আবর্তনের খেলাটি আজ অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা আগামীকাল (১৩ জুলাই, ২০১৯ ইং) অনুষ্ঠিত হবে।
প্রথমদিনের খেলা শেষে টুর্নামেন্টের আয়োজকদের একজন, বিভাগের ১৯ তম আবর্তন ও বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী মুন্সী শাহেদ ইভান দৈনিক নবযুগকে বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও ভাতৃত্বের এক অটুট বন্ধন বিদ্যমান এবং তা সর্বজন বিদিত। এই ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্কটা আরেকটু উষ্ণ করার প্রয়াসেই মূলত টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করা হয়। টুর্নামেন্টে আমাদের জুনিয়র, মোস্ট সিনিয়র ভাই থেকে শুরু করে ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী বড় ভাইয়েরাও অংশ নিয়েছেন, যা টুর্নামেন্টের জৌলস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। খেলায় হার-জিত থাকবেই। দিনশেষে আমাদের ডিপার্টমেন্টের সবার মাঝে যে উৎসবের আমেজ এই টুর্নামেন্ট ছড়িয়ে দিয়েছে, আয়োজক হিসেবে এটাই আমাদের প্রাপ্তি”।