বিনোদন ডেস্কঃ ‘মা শুনে বলেছিলেন– লোকে তোমার কাপড় দেখতে আসবে না, তারা তোমাকে দেখতে আসবে।’ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে এ কথাই বলেছিলেন তার মা। আর সেই কথার জোরেই ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরেছিলেন সুস্মিতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সুস্মিতা সেনের একটি সাক্ষাৎকারের ভিডিওতে এমন তথ্যই জানা গেল।
১৯৯৪ সালে পুরো বিশ্ব তাকিয়েছিল ১৮ বছর বয়সী অপূর্ব সুন্দরী সুস্মিতার দিকে। কারণ সে বছরই মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা। এর পর বলিউডে অভিষেক ঘটলে তাকে নিয়ে আলোচনায় মেতে ওঠেন ভারতীয়রা। তবে যে কথাটি আলোচনার বাইরে থেকে যায়, তা হলো মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুস্মিতা যে গাউন পরেছিলেন, সেটি কার বানানো? এ প্রশ্নের জবাব দিয়েছিলেন সুস্মিতা, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।