আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দেয়ার জন্য হাসপাতালে ছুটে গেছেন সে সুইডেনের রাজকন্যা সোফিয়া। বৃহস্পতিবার রাজপরিবার থেকে জানানো হয়েছে, আমরা যে বিশাল সংকটের মধ্যে পড়েছি, তা থেকে উত্তরণে রাজকন্যা যুক্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে সহায়তা করতে চায়। নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনা রোগীদের সেবায় সহায়তা করার জন্য অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
বর্তমানে তিনি সোফিয়াহেমেট হসপিটালে করোনা রোগীদের সহায়তায় নিয়োজিত আছেন। চিকিৎসা সেবাকর্মীদের সহায়তার জন্য সপ্তাহে অন্তত ৮০ জনকে প্রশিক্ষণ দেবেন তিনি। অনলাইনে নেয়া প্রশিক্ষণ তিনি অন্যদের দেবেন।