১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় তারুণ্যের আলোর উদ্যোগে দুঃস্থদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় “তারুণ্যের আলো” সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ, মঙ্গলবার, ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ডে হাসপাতাল রোডস্থ প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো সংগঠনটি। এর পূর্বে হাত ধোয়া কার্যক্রমকে জনপ্রিয় করতে অস্থায়ী বেসিন স্থাপন, সাবান বিতরণ এবং জনসচেতনতা তৈরী করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে আলোচনায় আসে সংগঠনটি। ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমের পথচলায় আজ দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলো সংগঠনটি।

সংগঠনটির সভাপতি আতাউল করিম দৈনিক নবযুগকে জানান,

“সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্তরেও উক্ত সহায়তা প্রদান করা হবে। সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ভালুকার জনমনে ইতোমধ্যে একটি সাড়া জাগাতে সক্ষম হয়েছি।”

ধারাবাহিক কার্যক্রম সম্পর্কে সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদের ভাষ্য,

“সংগঠনের সদস্যদের নিষ্ঠার কারণে আমরা ধারাবাহিকভাবে কার্যক্রম অব্যহত রাখতে পেরেছি। আমরা সবাই মিলেই চেষ্টা করছি। প্রশাসনও আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। যারা আমাদেরকে সহায়তা করছেন, তাঁদের সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।”

সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জিহাদ বলেন,

“বর্তমান লকডাউনে দেশের হাজারো লাখো লোকজন অভূক্ত রয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সাহায্যার্থে অক্লান্ত পরিশ্রম এবং সহায়তার ঘোষণা করে গেলেও কিছু দুর্নীতিবাজ, অসৎ নেতা ও আমলাদের কারণে দেশের এই দুঃখী জনগণ কোনো সহায়তা পাচ্ছে না। এরা পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় রয়েছে। তাই আমাদের সংগঠনের সকলের মনে হয়েছে যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়ানো উচিত এবং আজকে আমরা সেটিই করে দেখিয়েছি। সংগঠনের সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম এবং আদর্শিক মিলের কারণেই আমরা প্রতিটি প্রোগ্রাম এতো সুন্দর করে গোছাতে সক্ষম হচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সেসকল মানুষের প্রতি যারা আমাদেরকে সর্বদিক দিয়ে সহায়তা করে চলেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

ট্যাগ:

ভালুকায় তারুণ্যের আলোর উদ্যোগে দুঃস্থদের ত্রাণ বিতরণ

প্রকাশ: ০৮:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় “তারুণ্যের আলো” সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ, মঙ্গলবার, ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ডে হাসপাতাল রোডস্থ প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো সংগঠনটি। এর পূর্বে হাত ধোয়া কার্যক্রমকে জনপ্রিয় করতে অস্থায়ী বেসিন স্থাপন, সাবান বিতরণ এবং জনসচেতনতা তৈরী করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে আলোচনায় আসে সংগঠনটি। ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমের পথচলায় আজ দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলো সংগঠনটি।

সংগঠনটির সভাপতি আতাউল করিম দৈনিক নবযুগকে জানান,

“সংগঠনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্তরেও উক্ত সহায়তা প্রদান করা হবে। সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ভালুকার জনমনে ইতোমধ্যে একটি সাড়া জাগাতে সক্ষম হয়েছি।”

ধারাবাহিক কার্যক্রম সম্পর্কে সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদের ভাষ্য,

“সংগঠনের সদস্যদের নিষ্ঠার কারণে আমরা ধারাবাহিকভাবে কার্যক্রম অব্যহত রাখতে পেরেছি। আমরা সবাই মিলেই চেষ্টা করছি। প্রশাসনও আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। যারা আমাদেরকে সহায়তা করছেন, তাঁদের সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।”

সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জিহাদ বলেন,

“বর্তমান লকডাউনে দেশের হাজারো লাখো লোকজন অভূক্ত রয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সাহায্যার্থে অক্লান্ত পরিশ্রম এবং সহায়তার ঘোষণা করে গেলেও কিছু দুর্নীতিবাজ, অসৎ নেতা ও আমলাদের কারণে দেশের এই দুঃখী জনগণ কোনো সহায়তা পাচ্ছে না। এরা পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় রয়েছে। তাই আমাদের সংগঠনের সকলের মনে হয়েছে যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়ানো উচিত এবং আজকে আমরা সেটিই করে দেখিয়েছি। সংগঠনের সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম এবং আদর্শিক মিলের কারণেই আমরা প্রতিটি প্রোগ্রাম এতো সুন্দর করে গোছাতে সক্ষম হচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সেসকল মানুষের প্রতি যারা আমাদেরকে সর্বদিক দিয়ে সহায়তা করে চলেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”