বুধবার (২৫ মার্চ, ২০২০) ত্রিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণের মাঝে মাস্ক বিলি করতে দেখা যায় তাঁদের এবং একই সঙ্গে নানা সচেতনতামূলক বাণীও প্রচার করতে দেখা যায়। কার্যক্রমটি তাঁরা বিগত দু সপ্তাহ যাবতই পরিচালনা করে আসছেন।
এ প্রসঙ্গে সংগঠনটির কর্ণধার রোবায়েত হোসাইন রুসাত বলেন,
“প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। করোনা আতঙ্ক কাটাতে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে হাত-পা ধোয়ার বিষয়টি, মাস্ক পরিধানের বিষয়টি। তাই পরিচ্ছন্নতার প্রতি সামাজিক গুরুত্ব বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আমাদের সদস্যগণ সকলেই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করছে। দেশের ও মানবতার এই ক্রান্তিলগ্নে যেনো আমরা মানুষের সেবায় যথাসম্ভব কাজ করে যেতে পারি, সেজন্য সবার নিকট দোয়াপ্রার্থী।”