০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় হাত ধোয়া কার্যক্রম জনপ্রিয় করতে এগিয়ে এলো ‘তারুণ্যের আলো’

স্টাফ রিপোর্টার :  প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত বিবৃতিতে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই পরামর্শ অনুযায়ী হাত ধোয়ার কর্মসূচি চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় ‘করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে হাত পরিস্কার রাখুন” -স্লোগানকে  সামনে রেখে  পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়  হাত ধোয়া কর্মসূচি চালু করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান “তারুণ্যের আলো।”

বুধবার (২৫ মার্চ, ২০২০) ভালুকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণের জন্য হাত ধোয়ার কয়েকটি অস্থায়ী বেসিন বসানো হয়েছে সংগঠনটির উদ্যোগে। এছাড়া বিগত কদিন যাবতই সংগঠনের ভলান্টিয়ারদের সহায়তায় বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করতেও দেখা যায় সংগঠনটিকে।

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি জনাব আতাউল করিম বলেন,

“সংগঠনের সবাই মিলে আমরা সমাজের সেবা করার ব্রত নিয়েই একত্রিত হয়েছি। তাই সমাজের এ ক্রান্তিকালে নিজেদের অবস্থান থেকে যতোটা সম্ভব সহায়তা করা যায় মানুষের, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা হাত ধোয়া কার্যক্রমকে জনপ্রিয় করতে কাজ করছি।”

সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদ এর সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন,

“ভালুকা উপজেলার সচেতন তরুণদের নিয়েই আমাদের এই সংগঠন যাত্রা আরম্ভ করেছে। সমাজের এই দুঃসময়ে এই সচেতন তরুনেরা স্থির থাকতে পারেন না। তাই নিজেদেরকে নিরাপদ রেখে যতোটা সম্ভব মানুষের উপকারে আসা যায়, সে প্রচেষ্টাই করে যাবো আমরা।”

উক্ত কার্যক্রমের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জিহাদ বলেন,

“প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। করোনা আতঙ্ক কাটাতে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে হাত-পা ধোয়ার বিষয়টি। তাই পরিচ্ছন্নতার প্রতি সামাজিক গুরুত্ব বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আমাদের সদস্যগণ সকলেই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করছে। দেশের ও মানবতার এই ক্রান্তিলগ্নে যেনো আমরা মানুষের সেবায় যথাসম্ভব  কাজ করে যেতে পারি, সেজন্য সবার নিকট দোয়াপ্রার্থী।”

ট্যাগ:

ভালুকায় হাত ধোয়া কার্যক্রম জনপ্রিয় করতে এগিয়ে এলো ‘তারুণ্যের আলো’

প্রকাশ: ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার :  প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত বিবৃতিতে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই পরামর্শ অনুযায়ী হাত ধোয়ার কর্মসূচি চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় ‘করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে হাত পরিস্কার রাখুন” -স্লোগানকে  সামনে রেখে  পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়  হাত ধোয়া কর্মসূচি চালু করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান “তারুণ্যের আলো।”

বুধবার (২৫ মার্চ, ২০২০) ভালুকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণের জন্য হাত ধোয়ার কয়েকটি অস্থায়ী বেসিন বসানো হয়েছে সংগঠনটির উদ্যোগে। এছাড়া বিগত কদিন যাবতই সংগঠনের ভলান্টিয়ারদের সহায়তায় বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করতেও দেখা যায় সংগঠনটিকে।

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি জনাব আতাউল করিম বলেন,

“সংগঠনের সবাই মিলে আমরা সমাজের সেবা করার ব্রত নিয়েই একত্রিত হয়েছি। তাই সমাজের এ ক্রান্তিকালে নিজেদের অবস্থান থেকে যতোটা সম্ভব সহায়তা করা যায় মানুষের, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমরা হাত ধোয়া কার্যক্রমকে জনপ্রিয় করতে কাজ করছি।”

সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদ এর সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন,

“ভালুকা উপজেলার সচেতন তরুণদের নিয়েই আমাদের এই সংগঠন যাত্রা আরম্ভ করেছে। সমাজের এই দুঃসময়ে এই সচেতন তরুনেরা স্থির থাকতে পারেন না। তাই নিজেদেরকে নিরাপদ রেখে যতোটা সম্ভব মানুষের উপকারে আসা যায়, সে প্রচেষ্টাই করে যাবো আমরা।”

উক্ত কার্যক্রমের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জিহাদ বলেন,

“প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। করোনা আতঙ্ক কাটাতে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে হাত-পা ধোয়ার বিষয়টি। তাই পরিচ্ছন্নতার প্রতি সামাজিক গুরুত্ব বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আমাদের সদস্যগণ সকলেই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করছে। দেশের ও মানবতার এই ক্রান্তিলগ্নে যেনো আমরা মানুষের সেবায় যথাসম্ভব  কাজ করে যেতে পারি, সেজন্য সবার নিকট দোয়াপ্রার্থী।”