ফাহিম আহম্মেদ মন্ডল: এক্সিম ব্যাংক ২৯তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার মধ্য দিয়ে বাংলাদেশ গেমস ২০২০ এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে ময়মনসিংহ জেলা হ্যান্ডবল দল। এবারের প্রতিযোগীতায় বিভিন্ন সংস্থা ও জেলা দল সহ দেশের মোট ২৮টি হ্যান্ডবল দল অংশ নেয়। এতে অন্যান্য দলের সঙ্গে ময়মনসিংহ জেলা হ্যান্ডবল দলও অংশগ্রহন করে।
গত ২৮ ডিসেম্বর প্রতিযোগীতার প্রথম রাউন্ডের খেলায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা হ্যান্ডবল দল দলনেতা রিফাত আকন্দ অন্তরের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কে ৩০-২৪ গোলের ব্যবধানে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা কে ২৫-১৫ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করে।
এসময় জেলা হ্যান্ডবল দলের খেলোয়ারদের সঙ্গে আলোচনা করে জানা যায়, নানা প্রতিকূল সমস্যার সম্মুখীন হয়েও শুধুমাত্র অদম্য ইচ্ছেশক্তি, খেলার প্রতি ভক্তি এবং নিজ অঞ্চলের প্রতি ভালোবাসা থেকে দল নিয়ে এগোচ্ছেন তাঁরা। প্রতিযোগীতায় ভালো করতে বিগত প্রায় এক মাস ব্যাপী মো: মাহবুবুল আলম রতন এর দিকনির্দেশনায় এবং নিজেদের পূর্ব অভিজ্ঞতা পর্যালোচনা করে খেলোয়াড়েরা স্ব-উদ্যোগে প্র্যাকটিস করে এবং গত ২৭ ডিসেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ঢাকার পথে রওনা হয়। টিম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা হ্যান্ডবল পরিষদের সেক্রেটারি রফিকুল ইসলাম রতন।
এসময় জেলা হ্যান্ডবল দলের অধিনায়ক রিফাত আকন্দ অন্তর বলেন,
“সল্প সময়ের প্র্যাক্টিসে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও খেলোয়াড়দের মেধা এবং প্রবল ইচ্ছাশক্তির ফলে আজ সারা দেশে ক্রীড়াঙ্গনে আমরা ময়মনসিংহ জেলার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং অভিজ্ঞ প্রশিক্ষক পেলে ময়মনসিংহ জেলা হ্যান্ডবল দল নিজেদের আরও উন্নতি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে কর্তৃপক্ষ শীঘ্রই নজর দিবেন বলে আমরা আশাবাদী।”
প্রতিযোগিতায় ময়মনসিংহ হ্যান্ডবল দলের হয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা হলেন – রিফাত আকন্দ অন্তর, মমিনুল ইসলাম, রিকিকুল ইসলাম রিকি, রাকিব মাহমুদ, তাহমিদ ফাইয়াজ আবির, তাওহীদ হাসান পিয়াল, মাহাদী হাসান ফুয়াদ, সাকিব সাদমান প্রত্যাশা, ইফাজ শাহরিয়ার ঈশান, আশফাকুজ্জামান সিয়াম, মাশরাফি তাসনিম তূর্য, আবদুল্লাহ আল আরাফ, অভিজিত সরকার।