০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে ‘ট্রাফিক সার্ভে’

আব্দুল মান্নান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে ট্রাফিক সার্ভে। যার আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, রাজবাড়ি সহ কয়েকটি জেলায় একযোগে শুরু হয়েছে সার্ভে।

Traffic Surveys ubder “Western Economic Corridor and Regional Enhancement Program” নামে বিজয়ের মাসের প্রথম দিন থেকে শুরু হয় এ সার্ভে যা শেষ হবে ১৫ ডিসেম্বর। কয়েকটি টিমে ভাগ হয়ে দিনের ২৪ ঘণ্টাই চলছে এ সার্ভে।

এরকম একটি সার্ভে দল, ভিসি-৮, এর কো-অর্ডিনেটর সিদ্দিকুল আবেদীন হামিম দৈনিক নবযুগকে বলেন, ” পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

“হাইওয়ে তে কাজ করার ফলে অনেকটা ঝুকি নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ঝুকিটা আরও বৃদ্ধি পায়। তবুও আমরা আমাদের সর্বোচ্চ টা দেয়ার চেষ্টা করে যাচ্চি”, বলছিলেন ভিসি-৮ টিমের সার্ভে সুপারভাইজার অভিজিৎ বিশ্বাস।

সার্ভে টিমের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য নির্দিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ট্রাফিক ইন্সপেক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ কে ধন্যবাদ জানান আরেক সার্ভে সুপারভাইজার ইমতিয়াজ উদ্দিন।

Attachments area
ট্যাগ:

বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে ‘ট্রাফিক সার্ভে’

প্রকাশ: ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

আব্দুল মান্নান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে ট্রাফিক সার্ভে। যার আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, রাজবাড়ি সহ কয়েকটি জেলায় একযোগে শুরু হয়েছে সার্ভে।

Traffic Surveys ubder “Western Economic Corridor and Regional Enhancement Program” নামে বিজয়ের মাসের প্রথম দিন থেকে শুরু হয় এ সার্ভে যা শেষ হবে ১৫ ডিসেম্বর। কয়েকটি টিমে ভাগ হয়ে দিনের ২৪ ঘণ্টাই চলছে এ সার্ভে।

এরকম একটি সার্ভে দল, ভিসি-৮, এর কো-অর্ডিনেটর সিদ্দিকুল আবেদীন হামিম দৈনিক নবযুগকে বলেন, ” পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

“হাইওয়ে তে কাজ করার ফলে অনেকটা ঝুকি নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ঝুকিটা আরও বৃদ্ধি পায়। তবুও আমরা আমাদের সর্বোচ্চ টা দেয়ার চেষ্টা করে যাচ্চি”, বলছিলেন ভিসি-৮ টিমের সার্ভে সুপারভাইজার অভিজিৎ বিশ্বাস।

সার্ভে টিমের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য নির্দিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ট্রাফিক ইন্সপেক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ কে ধন্যবাদ জানান আরেক সার্ভে সুপারভাইজার ইমতিয়াজ উদ্দিন।

Attachments area

Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34