দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং ব্রাজিল। মঙ্গলবার, ব্রাসিলিয়ায় উভয় রাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যকার ২য় পরামর্শ সভা শেষে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, উভয় পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, শক্তি, স্বাস্থ্য, সাইবার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, উভয় পক্ষই বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নিয়মিত বৈঠকের আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং আসন্ন উচ্চ-স্তরের সফরের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে, গত দুই বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের দ্রুত বৃদ্ধির প্রশংসা করেছে উভয় পক্ষের প্রতিনিধিগণ এবং ভারত ও ব্রাজিলের ব্যবসায়ী নেতাদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের মাধ্যমে বাণিজ্যের বৃদ্ধিকে ত্বরান্বিত করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে।
এসবের পাশাপাশি, জাতিসংঘ, জি২০, ব্রিকস এবং আইবিএসএ সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেছে উভয় পক্ষ। প্রসঙ্গত, এবছরই সম্পর্কের ৭৫ বছর পূর্ণ করতে চলেছে ভারত ও ব্রাজিল।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় এর সচিব (পূর্ব) সৌরভ কুমার এবং ব্রাজিলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সচিব রাষ্ট্রদূত এডুয়ার্ডো সাবোইয়া। পরবর্তী পরামর্শ সভা সুবিধাজনক সময়ে ভারতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক