০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে ফিরলো আইএনএসভি তারিনি

প্রবল ঝড়ে উথালপাথাল সমুদ্র। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। তাতে টলে যাচ্ছে বড়সড় জাহাজও। কিন্তু, ওই দুর্যোগের মধ্যেই এগিয়ে চলেছে ভারতীয় নৌসেনার যান ৫৬ ফুটের আইএনএসভি তারিণী। সৌজন্যে, দুজন মহিলা অফিসার সহ ছয় সদস্যের অসমসাহসী ক্রু নাবিক।

মোট ১৮৮ দিনে প্রায় ১৭,০০০ নটিক্যাল মাইলের দীর্ঘ যাত্রায় জলপথে পৃথিবী পরিক্রমা করতে বেরিয়েছিলেন ভারতীয় নৌসেনার ছ’জন কর্মী, যাদের মধ্যে দুজন নারী অফিসার। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে ধরা পড়েছে তাঁদের সাহসিকতার ছবি। তাতে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে প্রবল ঝড়ে টালমাটাল হলেও কোনও রকমে সামলে নিচ্ছেন নিজেদের। স্টিয়ারিং হুইল ধরে দিক ঠিক করে এগিয়ে চলেছেন তাঁরা।

বিশ্বের কাছে ভারতীয় নারীদের ক্ষমতা ও শক্তি তুলে ধরাই ‘নাবিকা সাগর পরিক্রমা’ নামের ওই অভিযানের লক্ষ্য। অভিযানের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট সেনাপতি দিলনা কে এবং লেফটেন্যান্ট সেনাপতি রূপা।

তারিণী ক্রুদের কঠিন অভিযানের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী ইরানি বলেছেন, এই ধরনের সাফল্যগুলো নথিভুক্ত করা দরকার উত্তরসূরিদের অনুপ্রেরণার জন্য। তিনি ভারতবাসীদের এই গল্প স্মরণ করতে এবং গর্বের সঙ্গে ভাগ করে নিতে বলেন, যাতে যুবক পুরুষ এবং মহিলাদের সামরিক বাহিনীতে ভর্তি হতে এবং গর্বের সাথে এবং সম্মানের সাথে দেশকে রক্ষা করতে উত্সাহিত বোধ করেন।

এর আগে, গত বছরের ১৬ অগস্ট আইএনএসভি তারিণী-র মহিলা নাবিকদলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযানের শুভেচ্ছা জানিয়ে গত নভেম্বরে টুইটও করেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে ওই অভিযান শুরু হয়। পাঁচটি পর্বে এই অভিযান শেষ করার কথা। দীর্ঘ যাত্রাপথে চারটি বন্দরে নোঙর করবে আইএনএসভি তারিণী। আপাতত ওই ছ’জনের লক্ষ্য দক্ষিণ অতলান্তিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে ফিরলো আইএনএসভি তারিনি

প্রকাশ: ১১:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

প্রবল ঝড়ে উথালপাথাল সমুদ্র। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। তাতে টলে যাচ্ছে বড়সড় জাহাজও। কিন্তু, ওই দুর্যোগের মধ্যেই এগিয়ে চলেছে ভারতীয় নৌসেনার যান ৫৬ ফুটের আইএনএসভি তারিণী। সৌজন্যে, দুজন মহিলা অফিসার সহ ছয় সদস্যের অসমসাহসী ক্রু নাবিক।

মোট ১৮৮ দিনে প্রায় ১৭,০০০ নটিক্যাল মাইলের দীর্ঘ যাত্রায় জলপথে পৃথিবী পরিক্রমা করতে বেরিয়েছিলেন ভারতীয় নৌসেনার ছ’জন কর্মী, যাদের মধ্যে দুজন নারী অফিসার। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে ধরা পড়েছে তাঁদের সাহসিকতার ছবি। তাতে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে প্রবল ঝড়ে টালমাটাল হলেও কোনও রকমে সামলে নিচ্ছেন নিজেদের। স্টিয়ারিং হুইল ধরে দিক ঠিক করে এগিয়ে চলেছেন তাঁরা।

বিশ্বের কাছে ভারতীয় নারীদের ক্ষমতা ও শক্তি তুলে ধরাই ‘নাবিকা সাগর পরিক্রমা’ নামের ওই অভিযানের লক্ষ্য। অভিযানের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট সেনাপতি দিলনা কে এবং লেফটেন্যান্ট সেনাপতি রূপা।

তারিণী ক্রুদের কঠিন অভিযানের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী ইরানি বলেছেন, এই ধরনের সাফল্যগুলো নথিভুক্ত করা দরকার উত্তরসূরিদের অনুপ্রেরণার জন্য। তিনি ভারতবাসীদের এই গল্প স্মরণ করতে এবং গর্বের সঙ্গে ভাগ করে নিতে বলেন, যাতে যুবক পুরুষ এবং মহিলাদের সামরিক বাহিনীতে ভর্তি হতে এবং গর্বের সাথে এবং সম্মানের সাথে দেশকে রক্ষা করতে উত্সাহিত বোধ করেন।

এর আগে, গত বছরের ১৬ অগস্ট আইএনএসভি তারিণী-র মহিলা নাবিকদলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযানের শুভেচ্ছা জানিয়ে গত নভেম্বরে টুইটও করেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে ওই অভিযান শুরু হয়। পাঁচটি পর্বে এই অভিযান শেষ করার কথা। দীর্ঘ যাত্রাপথে চারটি বন্দরে নোঙর করবে আইএনএসভি তারিণী। আপাতত ওই ছ’জনের লক্ষ্য দক্ষিণ অতলান্তিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক