০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুরি যাওয়া মূর্তি ভারতকে ফেরালো অস্ট্রেলিয়া

২০১২ সালে তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়া ভগবান হনুমানের একটি চোল যুগের মূর্তি অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয় ভাস্কর্যটি। এরপর ১৮ এপ্রিল কেস সম্পত্তি হিসাবে তামিলনাড়ুর আইডল উইংকে হস্তান্তর করা হয় মূর্তিটিকে। তথ্যগুলো এক বার্তায় নিশ্চিত করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি এক টুইটবার্তায় বলেন, “অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাস ভগবান হনুমানের একটি ধাতব মূর্তি পেয়েছে।” এর জবাবে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “আমরা আমাদের মূল্যবান ঐতিহ্য দেশে ফিরিয়ে আনার জন্য ক্রমাগত কাজ করছি।”

তাছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকেও একটি অফিসিয়াল প্রেস বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয়, ভারত সরকার দেশের মধ্যে দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করছে এবং অতীতে অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া পুরাকীর্তি উদ্ধারে সহায়ক হয়েছে।

প্রসঙ্গত, আরিয়ালুর জেলার পোত্তাভেলি ভেলুরের বিষ্ণু মন্দির থেকে ২০১২ সালে হনুমানের ধাতব মূর্তি চুরি হয়ে যায়। মূর্তিটি চোল যুগের (১৪-১৫ শতক) শ্রী ভারথরাজ পেরুমলের ছিল। ১৯৬১ সালে ‘ফরাসি ইনস্টিটিউট অফ পন্ডিচেরি’ মূর্তিটির ইতিহাস রেকর্ড করে।

এএসআই রিপোর্ট করেছে যে, ৯ এপ্রিল, ২০১২ সালে এই মূর্তিটি শ্রী দেবী এবং বুদেবী মূর্তি সহ আরিয়ালুর জেলার ভেলুর গ্রামের ভারধরাজ পেরুমাল মন্দির থেকে চুরি হয়েছিল। এই মূর্তিটি ২০১৪ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার একজন দরদাতার কাছে একটি নিলামে বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, আজ অবধি, ভারত সরকার ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশে চুরি হওয়া ভারতের অন্তর্গত ২৫১ টি পুরাকীর্তির মধ্যে ২৩৮ টি সফলভাবে উদ্ধার করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

চুরি যাওয়া মূর্তি ভারতকে ফেরালো অস্ট্রেলিয়া

প্রকাশ: ০২:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

২০১২ সালে তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়া ভগবান হনুমানের একটি চোল যুগের মূর্তি অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয় ভাস্কর্যটি। এরপর ১৮ এপ্রিল কেস সম্পত্তি হিসাবে তামিলনাড়ুর আইডল উইংকে হস্তান্তর করা হয় মূর্তিটিকে। তথ্যগুলো এক বার্তায় নিশ্চিত করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি এক টুইটবার্তায় বলেন, “অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাস ভগবান হনুমানের একটি ধাতব মূর্তি পেয়েছে।” এর জবাবে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “আমরা আমাদের মূল্যবান ঐতিহ্য দেশে ফিরিয়ে আনার জন্য ক্রমাগত কাজ করছি।”

তাছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকেও একটি অফিসিয়াল প্রেস বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয়, ভারত সরকার দেশের মধ্যে দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করছে এবং অতীতে অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া পুরাকীর্তি উদ্ধারে সহায়ক হয়েছে।

প্রসঙ্গত, আরিয়ালুর জেলার পোত্তাভেলি ভেলুরের বিষ্ণু মন্দির থেকে ২০১২ সালে হনুমানের ধাতব মূর্তি চুরি হয়ে যায়। মূর্তিটি চোল যুগের (১৪-১৫ শতক) শ্রী ভারথরাজ পেরুমলের ছিল। ১৯৬১ সালে ‘ফরাসি ইনস্টিটিউট অফ পন্ডিচেরি’ মূর্তিটির ইতিহাস রেকর্ড করে।

এএসআই রিপোর্ট করেছে যে, ৯ এপ্রিল, ২০১২ সালে এই মূর্তিটি শ্রী দেবী এবং বুদেবী মূর্তি সহ আরিয়ালুর জেলার ভেলুর গ্রামের ভারধরাজ পেরুমাল মন্দির থেকে চুরি হয়েছিল। এই মূর্তিটি ২০১৪ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার একজন দরদাতার কাছে একটি নিলামে বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, আজ অবধি, ভারত সরকার ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশে চুরি হওয়া ভারতের অন্তর্গত ২৫১ টি পুরাকীর্তির মধ্যে ২৩৮ টি সফলভাবে উদ্ধার করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক