আন্তর্জাতিক মহড়া Iniochos 2023-এ অংশ নিতে শনিবার ভারতীয় বিমানবাহিনীর একটি দল গ্রিসের পশ্চিমাঞ্চলীয় পেলোপোনেসের আন্দ্রাভিদা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। কর্মীদের ছাড়াও ভারতীয় বায়ুসেনার চারটি এসইউ-৩০ এমকেআই এবং দুটি সি-১৭ বিমানও থাকবে।
হেলেনিক এয়ার ফোর্স ২৪ এপ্রিল থেকে ৪ মে, ২০২৩ পর্যন্ত গ্রীসের আন্দ্রাভিডা এয়ার বেসে বহু-জাতি বিমান মহড়ার আয়োজন করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়াটির লক্ষ্য অংশগ্রহণকারী সকল বিমান বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত সমন্বয়, ভাতৃত্ব এবং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানটি একটি বাস্তবসম্মত যুদ্ধের দৃশ্যে পরিচালিত হবে, যাতে একাধিক ধরণের বায়ু এবং পৃষ্ঠের সম্পদ জড়িত। এটি অংশগ্রহণকারী দলগুলিকে একে অপরের সর্বোত্তম অনুশীলনের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে পেশাদার মিথস্ক্রিয়ায় জড়িত হতে সক্ষম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, বর্তমানে Iniochos 2023 ছাড়াও, ওরিয়ন মহড়া এবং কোপ ইন্ডিয়া মহড়ায় প্রশিক্ষণ নিচ্ছে ভারতীয় বিমানবাহিনী। ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্স (এফএএসএফ) এবং ভারতীয় বিমান বাহিনী জড়িত একটি যৌথ সামরিক মহড়া অনুশীলন ওরিয়ন, সোমবার মন্ট-ডি-মারসানের ফরাসি বিমানঘাঁটিতে শুরু হয়েছে।
এবারের ওরিয়ন মহড়ার মাধ্যমেই প্রথমবারের মতো বিদেশে সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে আয়োজিত আন্তর্জাতিক সমারিক মহড়া ‘ওরিয়ন’-এ অন্য দেশের পাশাপাশি অংশ নেবেন ভারতের বায়ুসেনা সদস্যরাও। বিদেশের আকাশে দেখা যাবে ভারতীয় জওয়ানদের কসরত। সেনা সূত্রে খবর, বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ডের অধীন রাফাল যুদ্ধবিমানগুলি ফ্রান্সের মহড়ায় অংশ নিচ্ছে।
ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটিতে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে ৫ মে পর্যন্ত মহড়া হবে। জানা গিয়েছে, ন্যাটোর অধিকাংশ সদস্য দেশগুলি এবং ফ্রান্সের বন্ধু দেশগুলি এই মহাড়ায় অংশ নেবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফ্রান্সে সামরিক মহড়ার আলাদা তাৎপর্য রয়েছে। যুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশের বিমান বাহিনীর এই কসরত পরোক্ষে পুতিনের উদ্দেশে বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।
এর আগে ভারতীয় বায়ুসেনার রাফাল বিমানগুলি ভারতের আকাশে আয়োজিত মহড়ায় অংশ নিয়েছে। জোধপুরে আয়োজিত ‘ডেসার্ট নাইট’-এ অংশ নিয়েছে রাফাল। তবে বিদেশে রাফালের প্রদর্শন এই প্রথম। বিশেষত ফরাসি বায়ুসেনার ঘাঁটিতে অনুষ্ঠিতব্য সামরিক মহড়ায় রাফালের অংশ নেওয়া আলাদা করে তাৎপর্যপূর্ণ। কারণ, ফ্রান্সের থেকেই অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল কিনেছিল ভারত।
চুক্তি অনুযায়ী গত বছর ১৫ ডিসেম্বর শেষ রাফাল বিমানটিকে ভারতে পাঠিয়েছে ফ্রান্স। বিরাট অঙ্কের বিনিময়ে ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনেছে ভারত। সেই বিমানই এবার উড়বে ফ্রান্সের আকাশে। বিমান ওড়াবেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক