ভারতে ব্যবসা বাড়াতে মুম্বইয়ে প্রথম স্টোর খুলেছে অ্যাপল সংস্থা। আঝ, বৃহস্পতিবার, দিল্লিতে দ্বিতীয় স্টোরটি চালু হওয়ার কথা। এই স্টোরের উদ্বোধনে দেশে এসেছেন সংস্থা প্রধান টিম কুক। গতকাল, বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। প্রথম সাক্ষাতে কার্যত মুগ্ধ টিম কুক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এবং অ্যাপল সংস্থার দৃষ্টিভঙ্গিতে কোনও ফারাক নেই। ‘প্রযুক্তির ইতিবাচক প্রভাব’ নিয়ে একই রকম ভাবেন তাঁরা।
গতকাল কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন অ্যাপলের সিইও কুক। এর পরে বৈষ্ণব টুইট করে লেখেন, ‘অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ। ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স রফতানি, অ্যাপ অর্থনীতি, দক্ষতা, স্থিতিশীলতা এবং বিশেষ করে মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি-সহ ভারতের সঙ্গে অ্যাপলের যোগ আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। যৌথভাবে একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্কের নকশা তৈরি করছি।’
টিম কুক ১৭ এপ্রিল ভারতে এসে পৌঁছন। পুল্লেলা গোপীচাঁদ এবং সাইনা নেহওয়াল-সহ ভারতের তাবড় ব্যাডমিন্টন খোলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন প্রথমে। তারপর গিয়েছিলেন দরিদ্র শিশুদের ‘আকাঙ্ক্ষা ফাউন্ডেশন স্কুলে’। এর পরে তিনি যান মুম্বইয়ের ‘ইন্ডিয়ান স্কুল অব ডিজাইন অ্যান্ড ইনোভেশনে’। দু’দিন পর ১৯ তারিখ দিল্লিতে পৌঁছন টিম কুক। শহরের কারুশিল্প যাদুঘর এবং বিখ্যাত লোধি আর্ট জেলা ঘুরে দেখেন তিনি।
মুম্বাইয়ে অ্যাপলের প্রথম ভারতীয় স্টোরের উদ্বোধন নিয়ে বিশাল উন্মাদনা চোখে পড়েছিল। কুক নিজে উপস্থিত ছিলেন। আজ, বৃহস্পতিবার দিল্লির সাকেতের সিলেক্ট সিটি মলে অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনেও খোদ টিম কুক থাকবেন, কথা বলবেন গ্রাহকদের সঙ্গে। এদিন দিল্লিতেও একই ভিড় চোখে পড়বে বলে আশা করা হচ্ছে।
টিম কুক মোদীর সঙ্গে দেখা করার পরে জানান, তাঁর সংস্থা সারা ভারতে বিনিয়োগ করতে চায়। এর পরে টুইট করেন টিম কুক, বলেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমরা ভারতের ভবিষ্যৎ শিক্ষা এবং ডেভেলপার থেকে শুরু করে উৎপাদন এবং পরিবেশে, প্রযুক্তি যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করি। আমরা সারা দেশে বৃদ্ধি এবং বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টিম কুকের এই টুইট বার্তাটি রিটুইটও করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, কুকের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করতে পেরে এবং ভারতে প্রযুক্তি-চালিত পরিবর্তনগুলি কুকের সামনে তুলে ধরতে পেরে তিনি খুশি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক