০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া

প্রথমবারের মতো বিদেশে সামরিক মহড়ায় ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে আয়োজিত আন্তর্জাতিক সমারিক মহড়া ‘ওরিয়ন’-এ অন্য দেশের পাশাপাশি অংশ নেবেন ভারতের বায়ুসেনা সদস্যরাও। বিদেশের আকাশে দেখা যাবে ভারতীয় জওয়ানদের কসরত। সেনা সূত্রে খবর, বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ডের অধীন রাফাল যুদ্ধবিমানগুলি ফ্রান্সের মহড়ায় অংশ নিচ্ছে।

ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটিতে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে ৫ মে পর্যন্ত মহড়া হবে। জানা গিয়েছে, ন্যাটোর অধিকাংশ সদস্য দেশগুলি এবং ফ্রান্সের বন্ধু দেশগুলি এই মহাড়ায় অংশ নেবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফ্রান্সে সামরিক মহড়ার আলাদা তাৎপর্য রয়েছে। যুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশের বিমান বাহিনীর এই কসরত পরোক্ষে পুতিনের উদ্দেশে বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।

এর আগে ভারতীয় বায়ুসেনার রাফাল বিমানগুলি ভারতের আকাশে আয়োজিত মহড়ায় অংশ নিয়েছে। জোধপুরে আয়োজিত ‘ডেসার্ট নাইট’-এ অংশ নিয়েছে রাফাল। তবে বিদেশে রাফালের প্রদর্শন এই প্রথম। বিশেষত ফরাসি বায়ুসেনার ঘাঁটিতে অনুষ্ঠিতব্য সামরিক মহড়ায় রাফালের অংশ নেওয়া আলাদা করে তাৎপর্যপূর্ণ। কারণ, ফ্রান্সের থেকেই অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল কিনেছিল ভারত।

চুক্তি অনুযায়ী গত বছর ১৫ ডিসেম্বর শেষ রাফাল বিমানটিকে ভারতে পাঠিয়েছে ফ্রান্স। বিরাট অঙ্কের বিনিময়ে ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনেছে ভারত। সেই বিমানই এবার উড়বে ফ্রান্সের আকাশে। বিমান ওড়াবেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

শুরু হচ্ছে ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া

প্রকাশ: ০৭:৩২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

প্রথমবারের মতো বিদেশে সামরিক মহড়ায় ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে আয়োজিত আন্তর্জাতিক সমারিক মহড়া ‘ওরিয়ন’-এ অন্য দেশের পাশাপাশি অংশ নেবেন ভারতের বায়ুসেনা সদস্যরাও। বিদেশের আকাশে দেখা যাবে ভারতীয় জওয়ানদের কসরত। সেনা সূত্রে খবর, বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ডের অধীন রাফাল যুদ্ধবিমানগুলি ফ্রান্সের মহড়ায় অংশ নিচ্ছে।

ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটিতে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে ৫ মে পর্যন্ত মহড়া হবে। জানা গিয়েছে, ন্যাটোর অধিকাংশ সদস্য দেশগুলি এবং ফ্রান্সের বন্ধু দেশগুলি এই মহাড়ায় অংশ নেবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফ্রান্সে সামরিক মহড়ার আলাদা তাৎপর্য রয়েছে। যুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশের বিমান বাহিনীর এই কসরত পরোক্ষে পুতিনের উদ্দেশে বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।

এর আগে ভারতীয় বায়ুসেনার রাফাল বিমানগুলি ভারতের আকাশে আয়োজিত মহড়ায় অংশ নিয়েছে। জোধপুরে আয়োজিত ‘ডেসার্ট নাইট’-এ অংশ নিয়েছে রাফাল। তবে বিদেশে রাফালের প্রদর্শন এই প্রথম। বিশেষত ফরাসি বায়ুসেনার ঘাঁটিতে অনুষ্ঠিতব্য সামরিক মহড়ায় রাফালের অংশ নেওয়া আলাদা করে তাৎপর্যপূর্ণ। কারণ, ফ্রান্সের থেকেই অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল কিনেছিল ভারত।

চুক্তি অনুযায়ী গত বছর ১৫ ডিসেম্বর শেষ রাফাল বিমানটিকে ভারতে পাঠিয়েছে ফ্রান্স। বিরাট অঙ্কের বিনিময়ে ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনেছে ভারত। সেই বিমানই এবার উড়বে ফ্রান্সের আকাশে। বিমান ওড়াবেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক