প্রায় ১৮০ টি দেশ, ২২ টি আন্তর্জাতিক সংস্থা ও আভ্যন্তরীণ ১০ টি রাজ্যের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীকাল শুরু হতে চলেছে জি২০ হেলথ ওয়ার্কিং গ্রুপের ২য় বৈঠক। ১৭ হতে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ভারতের অন্যতম সুন্দর নগরী গোয়াতে।
ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মূলত তিনটি বিশেষ অগ্রাধিকারের উপর আলোচনা হবে এবারের সম্মেলনে। সেগুলো যথাক্রমে, ১। জরুরী স্বাস্থ্য প্রতিরোধ, প্রস্তুতি, এবং প্রতিক্রিয়া; ২। নিরাপদ, কার্যকরী, মানসম্পন্ন, এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা প্রতিরোধ ব্যবস্থার অ্যাক্সেস এবং প্রাপ্যতার উপর ফোকাস সহ ফার্মাসিউটিক্যাল সেক্টরে সহযোগিতা জোরদার করা; ৩। সার্বজনীন স্বাস্থ্য কভারেজ এবং স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের উন্নতিতে সহায়তা করার জন্য ডিজিটাল স্বাস্থ্য উদ্ভাবন এবং সমাধান।
এছাড়া, ডিজিটাল স্বাস্থ্যের উপর একটি পার্শ্ব ইভেন্ট অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে। জানা গিয়েছে, জি২০ আলোচনাকে সমৃদ্ধ, পরিপূরক এবং সমর্থন করার জন্য ভারত হেলথ ওয়ার্কিং গ্রুপের চারটি ইভেন্টের আয়োজন করার পরিকল্পনা করেছে। সারাদেশের বিভিন্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শন করা।
হেলথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি গোয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে, এমন কয়েকটি প্রোগ্রামেও অংশ নিবেন অতিথিবৃন্দ। প্রতিনিধিরা গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং উদার আতিথেয়তা উপভোগ করার পাশাপাশি গোয়ার রন্ধন সম্পর্কিত সংস্কৃতিও অনুভব করতে সক্ষম হবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক