০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গঙ্গার তলদেশে পাড়ি দিল কলকাতা মেট্রোরেল

ভারতের মধ্যে প্রথম মেট্রো ছুটেছিল কলকাতায়। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর এবার ২০২৩ সালের ১২ এপ্রিল, গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেলো হাওড়াতে। তৈরি হলো নয়া ইতিহাস।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে।

সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি হুগলি নদী পার হয়। তারপর মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান স্টেশন এসে পৌঁছায়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় রেক দুটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই রেক দুটি পৌঁছে যায় হাওড়া ময়দানে।

মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি নিজে নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন। মেট্রো রেল সূত্রে জানা গেছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু’টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে।

কলকাতা মেট্রোর জিএম এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।’

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে আমরা মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল।’

এটিকে কলকাতা এবং শহরতলির মানুষের জন্য ভারতীয় রেলের বিশেষ উপহার বলে উল্লেখ করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

গঙ্গার তলদেশে পাড়ি দিল কলকাতা মেট্রোরেল

প্রকাশ: ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ভারতের মধ্যে প্রথম মেট্রো ছুটেছিল কলকাতায়। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর এবার ২০২৩ সালের ১২ এপ্রিল, গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেলো হাওড়াতে। তৈরি হলো নয়া ইতিহাস।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে।

সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি হুগলি নদী পার হয়। তারপর মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান স্টেশন এসে পৌঁছায়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় রেক দুটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই রেক দুটি পৌঁছে যায় হাওড়া ময়দানে।

মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি নিজে নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন। মেট্রো রেল সূত্রে জানা গেছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু’টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে।

কলকাতা মেট্রোর জিএম এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।’

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে আমরা মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল।’

এটিকে কলকাতা এবং শহরতলির মানুষের জন্য ভারতীয় রেলের বিশেষ উপহার বলে উল্লেখ করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক