০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে চিন! আপত্তি উড়িয়ে লাগাতার সেনাঘাঁটি বাড়াচ্ছে তাঁরা। চলছে নির্মাণকাজও। আর এই প্রেক্ষাপটে আমেরিকার এয়ারফোর্সের সঙ্গে সামরিক মহড়া কোপ ইন্ডিয়া ২০২৩ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা।

তাও আবার কিনা একেবারে বাংলার আকাশে চলছে মহড়া। এই মহড়া অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশন (পানাগড়), কলাইকুন্ডা এবং আগ্রাতে হতে চলেছে। মূলত আমেরিকা এবং ভারতের সম্পর্ক সম্পর্ককে আরও মজবুত করাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্যে।

শুধু তাই নয়, আমেরিকা এবং ভারতীয় বায়ুসেনার মধ্যে বোঝপড়া বাড়ানো, বিভিন্ন কৌশল এই মহড়ার মাধ্যমে রপ্ত করা সম্ভব হয়। এছাড়াও যুদ্ধে তালিম এহেন মহড়ার মাধ্যমে দুই দেশের বাহিনী রপ্ত করে এই মহড়ার মাধ্যমে।

সোমবার থেকে এই মহড়া শুরু হয়ে গিয়েছে। এই মহড়ায় আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে এফ-১৫ স্ট্রাইক যুদ্ধবিমান অংশ নিচ্ছে। যদিও ভারতীয় বায়ুসেনার তরফে থাকছে সুখোই-৩০এমকেআই। মহড়ার শুরুতে এয়ার মোবিলিটির উপর বিশেষ নজর থাকবে। যেখানে দুই দেশের পরিবহণ বিমান এবং স্পেশাল ফোর্স যোগ দেবে।

আমেরিকা এবং ভারতের হাতে থাকে সি-১৭ এবং মার্কিন সি-১৩০জে -কে নামানো হবে। এর সঙ্গেই ইউএসএএফ এমসি-১৩০জে-এর অপারেশনও দেখতে পাওয়া যাবে। আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে এফ-১৫ স্ট্রাইক যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের গর্বের এলসিএ তেজসও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাশিয়ার সুখোই-৩০এমকেআই তো থাকছেই।

পাশাপাশি বায়ুসেনার হাতে থাকা অন্যান্য যুদ্ধবিমানগুলিও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। তেজস দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি যুদ্ধবিমান। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে আইএল-৭৮ মিড এয়ার রিফুয়েলারকেও এই মহড়ায় নামানো হতে পারে বলে খবর।

২০০৪ সালে ভারতের এয়ার স্টেশন গোয়ালিয়রে একটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন শিবির শুরু হয় কোপ ইন্ডিয়া। সাধারণ শিবির হলেও পরে একে ওপরের সঙ্গে তথ্য আদান-প্রদান। এয়ারমোবিলিটি ট্রেনিং এবং বড় ফোর্সকেও এই মহড়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।

একদিকে যখন চিনের দাদাগিরি দেখা যাচ্ছে অন্যদিকে তখন আমেরিকার সঙ্গে সম্পর্ক বিশেষ সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত। গত কয়েকমাস আগেই চিন সীমান্ত সংলগ্ন এলাকাতে আমেরিকা এবং ভারতীয় সেনাবাহিনীর একটি মহড়া হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেজিং। কার্যত তা উড়িয়ে এবার বাংলার আকাশে যুদ্ধবিমানের গর্জন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারত-মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

প্রকাশ: ০৬:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে চিন! আপত্তি উড়িয়ে লাগাতার সেনাঘাঁটি বাড়াচ্ছে তাঁরা। চলছে নির্মাণকাজও। আর এই প্রেক্ষাপটে আমেরিকার এয়ারফোর্সের সঙ্গে সামরিক মহড়া কোপ ইন্ডিয়া ২০২৩ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা।

তাও আবার কিনা একেবারে বাংলার আকাশে চলছে মহড়া। এই মহড়া অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশন (পানাগড়), কলাইকুন্ডা এবং আগ্রাতে হতে চলেছে। মূলত আমেরিকা এবং ভারতের সম্পর্ক সম্পর্ককে আরও মজবুত করাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্যে।

শুধু তাই নয়, আমেরিকা এবং ভারতীয় বায়ুসেনার মধ্যে বোঝপড়া বাড়ানো, বিভিন্ন কৌশল এই মহড়ার মাধ্যমে রপ্ত করা সম্ভব হয়। এছাড়াও যুদ্ধে তালিম এহেন মহড়ার মাধ্যমে দুই দেশের বাহিনী রপ্ত করে এই মহড়ার মাধ্যমে।

সোমবার থেকে এই মহড়া শুরু হয়ে গিয়েছে। এই মহড়ায় আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে এফ-১৫ স্ট্রাইক যুদ্ধবিমান অংশ নিচ্ছে। যদিও ভারতীয় বায়ুসেনার তরফে থাকছে সুখোই-৩০এমকেআই। মহড়ার শুরুতে এয়ার মোবিলিটির উপর বিশেষ নজর থাকবে। যেখানে দুই দেশের পরিবহণ বিমান এবং স্পেশাল ফোর্স যোগ দেবে।

আমেরিকা এবং ভারতের হাতে থাকে সি-১৭ এবং মার্কিন সি-১৩০জে -কে নামানো হবে। এর সঙ্গেই ইউএসএএফ এমসি-১৩০জে-এর অপারেশনও দেখতে পাওয়া যাবে। আমেরিকান এয়ার ফোর্সেরন তরফে এফ-১৫ স্ট্রাইক যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের গর্বের এলসিএ তেজসও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাশিয়ার সুখোই-৩০এমকেআই তো থাকছেই।

পাশাপাশি বায়ুসেনার হাতে থাকা অন্যান্য যুদ্ধবিমানগুলিও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে। তেজস দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি যুদ্ধবিমান। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে আইএল-৭৮ মিড এয়ার রিফুয়েলারকেও এই মহড়ায় নামানো হতে পারে বলে খবর।

২০০৪ সালে ভারতের এয়ার স্টেশন গোয়ালিয়রে একটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন শিবির শুরু হয় কোপ ইন্ডিয়া। সাধারণ শিবির হলেও পরে একে ওপরের সঙ্গে তথ্য আদান-প্রদান। এয়ারমোবিলিটি ট্রেনিং এবং বড় ফোর্সকেও এই মহড়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা শুরু হয়।

একদিকে যখন চিনের দাদাগিরি দেখা যাচ্ছে অন্যদিকে তখন আমেরিকার সঙ্গে সম্পর্ক বিশেষ সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত। গত কয়েকমাস আগেই চিন সীমান্ত সংলগ্ন এলাকাতে আমেরিকা এবং ভারতীয় সেনাবাহিনীর একটি মহড়া হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেজিং। কার্যত তা উড়িয়ে এবার বাংলার আকাশে যুদ্ধবিমানের গর্জন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক